National

মাঠে ক্রিকেট খেলতে গিয়ে যে এমনটা হবে বুঝতে পারেননি আইনজীবী

পেশায় তিনি আইনজীবী। কিন্তু ক্রিকেট খেলতে ভালবাসেন। ভাল খেলেনও। তাই মাঠে গিয়েছিলেন ক্রিকেট খেলতে। বুঝতে পারেননি এমনটা হবে।

Published by
News Desk

ক্রিকেট খেলতে ভালবাসেন। তাই পেশায় আইনজীবী হলেও সুযোগ পেলেই ক্রিকেট খেলতে মাঠে নেমে পড়েন। জীবনযাপন করতে, রোজগার করতে আইনজীবীর পেশায় থাকলেও ক্রিকেট খেলা ছিল তাঁর ভালবাসা।

জেলা স্তরে ক্রিকেট খেলতেন তিনি। এমনই একটি জেলা স্তরের ক্রিকেট ম্যাচ খেলতে তিনি হাজির হয়েছিলেন মাঠে। সেখানে খেলাও হয়।

খেলা শেষে তিনি মাঠ থেকে বার হতে যাবেন এমন সময় সকলে দেখেন মাঠের মধ্যেই লুটিয়ে পড়লেন মণিকান্ত নাইডু। ২৬ বছরের এক তরতাজা যুবক এভাবে খেলা শেষে মাঠে লুটিয়ে পড়তে সকলেই ছুটে যান।

ছুটে আসেন তিনি যে দলের হয়ে খেলছিলেন তার অন্য খেলোয়াড়েরা। অচেতন অবস্থায় মণিকান্ত নাইডুকে দেখে দ্রুত অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়।

অ্যাম্বুলেন্সে থাকা চিকিৎসকেরা দ্রুত ব্যবস্থাও নেন। কিন্তু মণিকান্ত নাইডুকে বাঁচানো যায়নি। হৃদরোগে আক্রান্ত হয়েই আইনজীবী ক্রিকেটার মণিকান্ত নাইডুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার অ্যাসোসিয়েশন।

ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমে। জেলা স্তরের এই ক্রিকেট প্রতিযোগিতা এমন এক অসহ্য গরমের মধ্যে করা হল কেন তা নিয়ে প্রশ্নে উঠেছে।

বিশাখাপত্তনমে এখন প্রবল গরম। পারদ ঘোরাফেরা করছে ৪০ ডিগ্রির আশপাশে। সেখানে এই গরমের মধ্যে সারাদিন ধরে মাঠে থাকাই মণিকান্ত নাইডুর কাল হল বলেও দাবি করেছেন অনেকে।

এমন এক অসহ্য গরমের সময় প্রতিযোগিতার আয়োজন করার জন্য উদ্যোক্তাদের কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk