National

পরিচিতদের কাছে ছড়িয়ে পড়ল তরুণী চিকিৎসকের অশ্লীল ছবি, সত্যিটা জানা গেল পরে

এক তরুণী চিকিৎসকের অশ্লীল ছবি তাঁর বাবা সহ সব পরিচিতের মোবাইলে পৌঁছে গেল নিমেষে। অবশ্য পরে জানা গেল সত্যিটা ঠিক কি।

Published by
News Desk

এক তরুণী চিকিৎসক হঠাৎ জানতে পারেন তাঁর অশ্লীল সব ছবি তাঁর বাবা, পরিবার, বন্ধুবান্ধব এবং পরিচিতদের কাছে ছড়িয়ে পড়েছে। যা জানার এবং দেখার পর কার্যতই প্রাথমিকভাবে লজ্জিত হয়ে পড়েন ওই তরুণী।

যদিও দমে না গিয়ে তিনি সরাসরি পুলিশের কাছে হাজির হন। পুলিশকে জানান, তিনি এমবিবিএস পাশ করে বেঙ্গালুরুতে প্র্যাকটিস শুরু করেন। সেখানে ঋণ নেওয়ার জন্য কয়েকটি অ্যাপ্লিকেশনে ক্লিক করেছিলেন ঠিকই, কিন্তু কখনও কোনও ঋণ নেননি।

অথচ তাঁকে কিছুদিন পর ফোন করে বলা হয় ঋণের ৫ হাজার টাকা শোধ করতে হবে। তিনি জানিয়ে দেন কোনও ঋণ তিনি নেননি। তখন তাঁকে ফোনের ওপার থেকে হুমকি দেওয়া হয় যে এর ফল তাঁকে ভুগতে হবে। যদিও তা কানে তোলেননি ওই চিকিৎসক।

এই ফোনের পরই তাঁর অশ্লীল ছবি ছড়িয়ে পড়ে। পরে সব খতিয়ে দেখে পুলিশ জানায়, ছবিটি তৈরি করা হয়েছে। ওই তরুণী চিকিৎসকের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে তা অন্য ছবির সঙ্গে মিশিয়ে বসিয়ে দেওয়া হয় ওই তরুণী বলে।

তরুণীর মুখ অন্য মহিলার দেহের ওপর বসানো হয়। যাতে ওই অশ্লীল ছবি ওই তরুণী চিকিৎসকের বলে মনে হয়। যা এখন কম্পিউটারে সহজেই করে ফেলছেন অনেকে। পুলিশ মনে করছে এর পিছনে একটি চক্র কাজ করছে। তার খোঁজও শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk