National

এই বিখ্যাত শিবমন্দিরে যে কোনও পোশাক পরে আর ঢোকা যাবেনা

মন্দিরে সারাদিনে বহু পুণ্যার্থীর ভিড় জমে। নিজেদের পছন্দের পোশাক পরেই মন্দিরে প্রবেশ করেন। কিন্তু এখন থেকে এই বিখ্যাত শিবমন্দিরে আর এমনটা করা যাবেনা।

Published by
News Desk

ভারতে নানা প্রান্তে ছড়িয়ে আছে মন্দির। শিবমন্দিরের সংখ্যা নেহাত কম নয়। তার মধ্যে বেশ কয়েকটি শিবমন্দিরের মাহাত্ম্য সর্বজন বিদিত। এমনই একটি মন্দিরে এবার যে কোনও পোশাক পরে প্রবেশ নিষিদ্ধ করে দিল মন্দির কর্তৃপক্ষ।

মন্দিরে সারা দিনে বহু ভক্তের সমাগম হয়। তাঁরা গর্ভগৃহে প্রবেশ করে পুজোও করেন। পুজো করতে বা শিবলিঙ্গ ভাল করে দেখতে গর্ভগৃহে তো প্রবেশ করতেই হয়। মন্দির কর্তৃপক্ষের এখানেই আপত্তি।

শ্রী মনকামেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত শ্রীধরানন্দ ব্রহ্মচারী জানিয়েছেন, তিনি বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছিলেন অনেক ভক্তই পুজো দিতে জিনস, শর্টস, স্কার্ট বা এমন নানা পোশাক পরে মন্দিরে আসছেন। তাঁর মতে, এই ধরনের পোশাক ভারতের প্রাচীন ওই সমৃদ্ধ পোশাক সংস্কৃতির বিরোধী।

তাই মহন্ত শ্রীধরানন্দ ব্রহ্মচারী কি পোশাক পরে গর্ভগৃহে প্রবেশ করা যাবে তা পরিস্কার করে দিয়েছেন। মন্দিরের দরজাতেই এই সংক্রান্ত বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। যাতে পরিস্কার করে দেওয়া হয়েছে পুরুষরা ধুতি কুর্তা এবং মহিলারা শাড়ি পরে গর্ভগৃহে প্রবেশের অনুমতি পাবেন।

প্রয়াগরাজের এই বিখ্যাত শিবমন্দিরে সারাবছরই ভক্তের ঢল নেমে থাকে। এই পোশাক বিধি চালুর পর আগামী দিনে মন্দিরে প্রবেশের জন্য ভক্তদের পোশাক সম্বন্ধে সতর্ক থাকতে হবে। যে কোনও পোশাক পরে আর প্রবেশ করা যাবেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk