National

কনে সেজেগুজে স্কুটার ছুটিয়ে গেলেন বরকে বিয়ে করতে, পিছনে পড়ল পুলিশ

যুগের হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে এক তরুণী স্কুটারে চেপে গেলেন বিয়ে করতে। কিন্তু তাঁর পিছনে পড়ল পুলিশ। যার জন্য তৈরি ছিলেননা তরুণী।

Published by
News Desk

বিয়ে করতে বরই ঘোড়ায় বা গাড়িতে চেপে হাজির হন কনের বাড়ি। কিন্তু সময় বদলেছে। এখন কনে বিয়ের দিনে মার্জিত লজ্জাভাব নিয়ে আসনে বসে থাকেন না, বরং বর নয় অনেক ক্ষেত্রে কনেই চলে আসেন বিয়ে করতে। তাও বিয়ের সাজে।

এক্ষেত্রে এই কনেও তাই করেছিলেন। যা করেছিলেন আপাত দৃষ্টিতে তা অনেকে অবাক হয়ে দেখেছিলেন। দেখেছিলেন একটি স্কুটার ছুটিয়ে বিয়ে করতে যাচ্ছেন এক তরুণী। পরনে কনের পোশাক। সেই ছবি ক্যামেরাবন্দিও হয়।

সেই স্কুটারে করে কনের বিয়ে করতে যাওয়ার ভিডিও আবার ছড়িয়ে দেয় খোদ পুলিশ। দিল্লি পুলিশ তাদের ট্যুইটার অ্যাকাউন্টে এই ভিডিও প্রকাশ করে।

সেখানে প্রথমে ভিডিওটি দেখে ভাল লাগলেও পরে আচমকাই সব বদলে যায়। স্ক্রিনে ফুটে ওঠে একটি চালান। যাতে হেলমেট না পরে স্কুটার চালানো এবং লাইসেন্স ছাড়া স্কুটার চালানো, এই জোড়া আইন অমান্যের জন্য ওই অচেনা কনেকে ৬ হাজার টাকা জরিমানা করে পুলিশ।

ট্রাফিক আইন ভাঙা সেই তরুণী, ছবি – আইএএনএস

পুলিশের তরফ থেকে এটাও জানানো হয় এভাবে স্কুটার চালানো বোকামি। পথ সুরক্ষা মেনে বাহন চালানো জরুরি। নাহলে জীবনের ঝুঁকি হতে পারে।

ইন্টারনেটে হুহু করে ছড়িয়ে পড়ে এই ছবি। পুলিশের পদক্ষেপ সঠিক বলেই মনে করছেন সকলে। এভাবে স্কুটার ছুটিয়ে কনের সাজে বিয়ে করতে গিয়ে একটা সিনেমার পর্দার মত পরিবেশ সৃষ্টির চেষ্টা করলেও ওই তরুণী হেলমেট না পরে যে ভুল করেছেন তা মেনে নিচ্ছেন সকলেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk