আদালতের মেঝেতে পড়ে রয়েছে দেহ, ছবি - আইএএনএস
মামলার শুনানি থাকায় আদালতে এসেছিল কুখ্যাত অপরাধী বলেই পরিচিত সঞ্জীব মাহেশ্বরী জিভা। মামলার শুনানির সময় আদালতে হাজির ছিল পুলিশ ও এক বালিকা। সব কিছু নিময় মেনেই চলছিল। আদালত চত্বরেও মানুষের ভিড় ছিল।
এমন সময় জিভার মামলা চলা কক্ষে ঢুকে আসে এক উকিল। উকিলের তো আদালত চত্বরে অবাধ যাতায়াত। তাই কারও কিছু মনেও হয়নি।
কিন্তু উকিল যে পকেট থেকে বন্দুক বার করে এলোপাথাড়ি গুলিতে সঞ্জীব মাহেশ্বরী জিভা-র দেহ ঝাঁঝরা করে দেবে তা কেউ কল্পনাও করতে পারেননি।
কার্যত প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। যাতে রক্তাক্ত অবস্থায় আদালতেই লুটিয়ে পড়ে ওই কুখ্যাত অপরাধী। মৃত্যু হয় তার।
এই ঘটনার পরই আদালতে হুড়োহুড়ি পড়ে যায়। উকিল বেশে এসে গুলি চালানো ওই আততায়ীকে পাকড়াও করেন অন্য উকিলরাই। তারপর শুরু হয় বেদম প্রহার।
সেই মারে প্রায় আধমরা পরিস্থিতি হয় ওই আততায়ীর। ওই অবস্থায় তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে লখনউয়ের এসসিএসটি আদালতে। বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাইকে হত্যার ঘটনায় সঞ্জীব মাহেশ্বরী জিভা যুক্ত ছিল বলে সন্দেহ করা হয়।
এদিকে এভাবে আদালত চত্বরে গুলি চলার ঘটনার পর আইনজীবীরা একত্র হয়ে পুলিশের ওপর ক্ষোভ উগরে দেন। এমনকি পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেলও ছোঁড়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কে ওই আততায়ী তা এখনও পরিস্কার নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা