National

ফের গুলিবিদ্ধ সাংবাদিক, এবার বিহারে

Published by
News Desk

বিহারে গুলি করে হত্যার চেষ্টা হল এক সাংবাদিককে। তবে কপালজোরে বেঁচে গেছেন তিনি। আপাতত পাটনা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন গ্রাম থেকে ফেরার সময় বিহারের আরওয়াল জেলায় দুই ব্যক্তি তাঁকে গুলি করে বলে অভিযোগ।

রাষ্ট্রীয় সাহারার সাংবাদিক পঙ্কজ মিশ্র জানিয়েছেন, যারা তাঁর ওপর গুলি চালিয়েছে তাদের তিনি চেনেন। এরা শাসক দল জনতা দল ইউনাইটেডের নেতার ঘনিষ্ঠ। দুজনের নামও পুলিশকে জানিয়েছেন আহত পঙ্কজ মিশ্র। এরমধ্যে কুন্দন মাহাতোকে গ্রেফতারও করেছে পুলিশ। অন্যজন অম্বিকা মাহাতো পলাতক। তাকে খুঁজছে পুলিশ। পঙ্কজের দাবি, দুষ্কৃতী কুন্দন মাহাতোর বিরুদ্ধে লেখালিখির জেরেই তাঁকে গুলি করা হয়েছে।

Share
Published by
News Desk