National

পুলিশের মেয়েকে গণধর্ষণ করে খুন, পরে আত্মসমর্পণ করল ২ বন্ধু

Published by
News Desk

নাগপুর পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরের মেয়েকে গণধর্ষণ করল তাঁরই ২ বন্ধু। শুধু ধর্ষণই নয়, পরে তাঁকে শ্বাসরোধ করে খুনও করে তারা। ২২ বছরের ওই তরুণী কাজ করতেন ভিকরোলির একটি আইটি ফার্মে। মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, নাগপুরের বাসিন্দা ওই তরুণীর বন্ধু নিখিলেশ পাটিল গত ৪ সেপ্টেম্বর তরুণীর বাড়ি আসে। সঙ্গে ছিল তার বন্ধু নীলেশ। নিখিলেশ জানায়, তারা অম্বরনাথে অক্ষয় ভালোদে নামে এক বন্ধুর বাড়িতে পার্টি করতে যাচ্ছে। ওই তরুণীও চাইলে তাদের সঙ্গে যেতে পারেন।

বন্ধুর আমন্ত্রণে তরুণী রাজি হয়ে যান। তারপর অম্বরনাথের বাড়িতে নিখিলেশ ও অক্ষয় তাঁকে দফায় দফায় ধর্ষণ করে। তখন সেখানে নীলেশ ছিল না। ধর্ষণের শিকার ওই তরুণী সাফ জানায় নিখিলেশ ও অক্ষয়ের নামে তিনি পুলিশে অভিযোগ দায়ের করবেন। এতেই ভয় পেয়ে যায় তারা। ওই তরুণীকে শ্বাসরোধ করে গলা টিপে খুন করে তারা। তারপর গাড়িতে লাশ তুলে রত্নগিরির কাছে ফেলে দেয়। এই সময়ে গাড়িতে নীলেশ ছিল। তাকে সব কথা খুলেও বলে নিখিলেশ ও অক্ষয়। নীলেশের পরামর্শে পরে তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করে সব কথা খুলে বলে। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share
Published by
News Desk