Categories: National

সিবিএসই ধাঁচের সিলেবাস

Published by
News Desk

সিবিএসই ধাঁচের সিলেবাস প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আদর্শ। তাই অন্য বোর্ডের ছাত্রছাত্রীরা স্কুলের গণ্ডি পেরিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সিবিএসই ছাত্রছাত্রীদের সঙ্গে এঁটে উঠতে পারছেনা। একথা মাথায় রেখে এবার আইসিএসই ও আইএসসি সিলেবাসে আমূল পরিবর্তন আনতে চলেছে আইএসসি কাউন্সিল। অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়ন ও জীবন বিজ্ঞানের মত বিজ্ঞান বিভাগের বিষয়গুলিতে আইএসসিতে পরিবর্তন আনার ভাবনা চিন্তা চলছে। এছাড়া প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সিলেবাসেরও খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। ২০১৭ থেকে নয়া সিলেবাস কার্যকর করা হতে পারে। ফলে পড়ার ও পরীক্ষার ধরণেও পরিবর্তন আসবে বলে মনে করছেন ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলেই।

Share
Published by
News Desk
  • Recent Posts