National

৯০ শতাংশ নম্বর না থাকলে ফ্ল্যাট ভাড়া নয়, ফ্ল্যাট মালিকের শর্ত শুনে হতভম্ব গ্রাহকরা

পরীক্ষায় ভাল নম্বর না হলে ভাল কেরিয়ার হবেনা হতে পারে, কিন্তু সেজন্য ফ্ল্যাট পাবেন না এটা কখনও ভেবেছেন কি? এবার কিন্তু ভাবার সময় এসে গেল।

Published by
News Desk

পরীক্ষায় ভাল ফল করতে গেলে কঠোর পরিশ্রমের দরকার। তবেই মিলবে ভাল নম্বর। যা আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেবে। সেই লক্ষ্যকে সামনে রেখে ছাত্রজীবনে পড়াশোনায় মনোযোগী হতে হয়।

কিন্তু কেউ ছাত্রজীবনে এটা ভাবেন কি যে কম নম্বর পেলে ফ্ল্যাট ভাড়া পাওয়া যাবেনা! ভাবেন না ঠিকই। কিন্তু এবার বোধহয় সেটাও ভাবার সময় এসে গেল। কারণ এক ফ্ল্যাট মালিক সাফ জানিয়েছেন তিনি তখনই ফ্ল্যাট ভাড়া দেবেন যখন তাঁর সব শর্ত পূরণ হবে।

যে শর্ত তালিকায় একটি শর্ত হল গ্রাহককে ১২ ক্লাসের বোর্ডের পরীক্ষায় ৯০ শতাংশের ওপর নম্বর পেতে হবে। তিনি এও জানিয়েছেন ফ্ল্যাট ভাড়া নিতে চাইলে আবেদন করতে হবে। সেই আবেদনপত্রের সঙ্গে যে চাকরি করেন সেই কাগজ জমা দিতে হবে।

জমা দিতে হবে ১২ ক্লাসের বোর্ডের পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর পেয়েছেন তার প্রামাণ্য নথি। এছাড়া আধার কার্ড, প্যান কার্ড এসব তো লাগবেই। এছাড়া দশম শ্রেণির বোর্ডের পরীক্ষার রেজাল্টও জমা দিতে হবে।

এই সব আবেদনপত্র খতিয়ে দেখে তারপরই ডাক পাওয়া যাবে ফ্ল্যাট ভাড়া পাওয়ার জন্য। বেঙ্গালুরুর এক ফ্ল্যাট মালিকের এমন শর্ত শুনে কার্যত হতভম্ব হয়ে গেছেন সকলে।

বেঙ্গালুরুতে এখন মাথাগোঁজার ভাল জায়গা পাওয়াটাই একটা চ্যালেঞ্জ। ফলে সেখানে যাঁরা ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেন তাঁদের নানা শর্ত থাকে। এক্ষেত্রে ৯০ শতাংশ নম্বরও একটা শর্ত! এমনকি এক যুবকের ওই নম্বর না থাকায় তাঁর আবেদন বাতিলও করে দিয়েছেন ওই ফ্ল্যাট মালিক।

এখন যা পরিস্থিতি তাতে ভাল নম্বর মানেই যে ভাল কেরিয়ার এমনটা নাও হতে পারে, কিন্তু বেঙ্গালুরুতে থাকতে গেলে আগামী দিনে ভাল নম্বর পাওয়াটা জরুরি। হয়তো আগামী দিনে অভিভাবকদের তাঁদের সন্তানদের বোঝাতে হবে কম নম্বর পেলে বাইরে গিয়ে ফ্ল্যাট পাওয়া কতটা শক্ত হয়ে যায়!

Share
Published by
News Desk