National

খাবারে নুন বেশি বলে যে এমন কাণ্ড হতে পারে তা কল্পনার বাইরে

খাবারে নুন, ঝাল বেশি কম তো হয়েই থাকে। কিন্তু তা যে এতদূর গড়াতে পারে তা কারও জানা ছিলনা। অনেকের কল্পনার বাইরে এমন ঘটনা।

Published by
News Desk

বাবা স্থানীয় একটি মন্দিরের পুরোহিত। তাঁর বড় ছেলে ড্রাগ আসক্ত হিসাবে একটি আরোগ্য সেন্টারে রয়েছেন। ছোট ছেলের বয়স ২২, সেই যুবক রাত করেই সেদিন বাড়ি ফেরেন।

বাড়ি ফেরার পর বাড়ির লোকজন বুঝতে পারেন যে তিনি মদ্যপান করেছেন। তবে তার জন্য কোনও অশান্তি হয়নি। বরং ওই যুবক বাড়ি পৌঁছনোর পর অন্যদিনের মত তাঁকে খেতে দেওয়া হয়।

খাবার মুখে দিয়েই তেলেবেগুনে জ্বলে ওঠেন পূরণ শঙ্কর দুবে নামে ওই যুবক। বাড়ির লোকজনের ওপর চিৎকার করতে থাকেন। কেন খাবারে নুন এত বেশি তা নিয়ে রীতিমত কড়া কথাও শোনাতে থাকেন তিনি।

এদিকে খাবারে একটু নুন বেশি হয়েছে বলে ওই যুবকের এমন চিৎকার করাটা পরিবারের লোকজন মেনে নিতে পারেননি। তাঁরাও পাল্টা ওই যুবককে কড়া কথা শুনিয়ে দেন। এই তর্কাতর্কি, চিৎকার চেঁচামেচির মাঝে ওই যুবক সোজা নিজের ঘরে চলে যান বলে জানিয়েছেন তাঁর বাবা।

পূরণ শঙ্কর ঘরে ঢোকার পর বাড়ির লোকজন গুলির আওয়াজ পান। ছুটে দিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলেও পূরণ শঙ্করকে বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে পূরণ শঙ্কর নিজেকে গুলি করেছেন একটি দেশি পিস্তল থেকে। সেই দেশি পিস্তল পূরণ শঙ্করের কাছে এল কীভাবে সেটাই জানতে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk