National

নর্দমা আটকে দিল রাম রহিমের শতাধিক ছবি

Published by
News Desk

রাজস্থানের শ্রীগঙ্গানগর। ডেরা সচ্চা সৌদার ধর্ষক বাবা রাম রহিমের জন্মস্থান। এখানেও কম ভক্ত ছিল না তার। গত বৃহস্পতিবার এই শহরের একাংশে নর্দমা আটকে নিকাশি ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে। নোংরা জল পাস করছিল না। কেন এই অবস্থা তা খতিয়ে দেখতে সেখানে হাজির হন শহরের চিফ স্যানিটেশন ইন্সপেক্টর। কিন্তু সেখানে গিয়ে যা দেখলেন তাতে তাঁর বাকরুদ্ধ অবস্থা হয়।

দেখা যায় কোনও জঞ্জাল বা প্লাস্টিকের প্যাকেট নয়, নর্দমার মুখ আটকেছে রাম রহিমের শতাধিক ছবি, পোস্টার। যা নাকি তার ভক্তরাই ফেলে দিয়েছেন নর্দমায়। বাবা ধর্ষক প্রমাণিত হওয়ার পরই সব ভক্তি লাটে উঠেছে। এখন বাড়ি থেকে বাবার যাবতীয় ছবি সাফ করতে ব্যস্ত তাঁরা। তারই ফল হল নর্দমা ভর্তি বাবার ছবি। যা থমকে দিল শহরের নিকাশি নালা।

Share
Published by
News Desk