National

প্রেমিককে ফেলে প্রেমিকের বাবার সঙ্গে পালালেন তরুণী, তারপরটা আরও নাটকীয়

প্রেমিকের বয়স ২০ বছর। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না যে তাঁর প্রেমিকা তাঁকে ফেলে তাঁর বাবার সঙ্গে পালাতে পারেন। যদিও তারপরটা আরও নাটকীয়।

Published by
News Desk

তরুণ বয়সের ২ ছেলেমেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার ঘটনা নতুন কিছু নয়। এক্ষেত্রে অনেক সময় ২ পরিবারের আবার অনেক সময় ১ জনের পরিবারের এই সম্পর্কে আপত্তি থাকে। অশান্তি হয়। আবার কিছু ক্ষেত্রে ২ পরিবার এই সম্পর্ককে মান্যতা দিয়ে চারহাত এক করে দেয়।

পরিবারের আপত্তি থাকলে অনেক সময় প্রেমিক প্রেমিকা বাড়ি থেকে পালিয়ে গিয়েও প্রেমকে বিবাহবন্ধনের রূপ দেন। এসব চেনা পরিচিত বা শোনা ঘটনা। কিন্তু যেটা হয়তো শোনা নয়, তাই হল এক্ষেত্রে।

২০ বছরের এক তরুণী এক ২০ বছরের তরুণের প্রেমে পড়েন। তাঁদের সম্পর্ক প্রগাঢ় হলে ওই তরুণ তাঁর বাড়িতেও প্রেমিকাকে নিয়ে গিয়ে আলাপ করিয়ে দেন। সেখানেই প্রেমিক অমিতের বাবা কমলেশের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর।

বাবার সঙ্গে প্রেমিকার আলাপ করানো যে এমন কাণ্ড ঘটাতে পারে তা কল্পনাও করতে পারেননি ওই যুবক। তাঁকে ছেড়ে যে তাঁর বাবার প্রেমে পড়ে যাবেন তাঁর প্রেমিকা তা জানা ছিলনা অমিতের।

এদিকে কিছুদিনের মধ্যে অমিতের বাবা কমলেশ এবং ওই তরুণী হঠাৎ একদিন পালিয়ে যান বাড়ি ছেড়ে। কোথায় যান তাও কারও জানা ছিলনা। অমিত বুঝে উঠতে পারেন না কি হয়ে গেল।

অন্যদিকে তরুণীর বাড়ি থেকে পুলিশের কাছে কমলেশের বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। এই পুরো ঘটনা কিন্তু ১ বছর আগে ঘটে।

তারপর ১ বছর ধরে পুলিশ হন্যে হয়ে ২ জনকে খুঁজে বেড়ানোর পর অবশেষে দিল্লিতে তাঁরা একসঙ্গে রয়েছেন বলে খবর পায়। তাঁদের ২ জনকে নিয়ে আসা হয় উত্তরপ্রদেশের কানপুরে। আপাতত কমলেশকে গ্রেফতার করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk