National

জেলে বসে পরীক্ষা দিয়েও এমন রেজাল্ট করা সম্ভব, বিশ্বাস হচ্ছেনা অনেকের

পরীক্ষা দিয়েছিল জেলে বসে। তারপরও যা রেজাল্ট করল তাতে সকলে চমকে গেছেন। হত্যায় সাজাপ্রাপ্ত একজন যে এত ভাল পড়াশোনায় হতে পারে তাই বিশ্বাস করতে পারছেন না অনেকে।

Published by
News Desk

খুনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। বিচারাধীন বন্দি হিসাবে গারদের পিছনে জায়গা হয় তার। বয়স ৫০ বছর। তাতে কি! সে বোর্ডের পরীক্ষায় বসে। জেলে বসেই পড়াশোনা করে নিজেকে তৈরি করে ফেলে ওই ব্যক্তি। তারপর পরীক্ষা।

পরীক্ষার পর সেই জেলেই কাটছিল দিনগুলো। এবার পরীক্ষার ফল বার হতে চমকে গেলেন সকলে। হত্যায় অভিযুক্ত ওঙ্কার সিং জেলে বসে পরীক্ষা দিয়ে ৮৩.৩ শতাংশ নম্বর পেয়েছে। জেলে বসে পরীক্ষা দেওয়া প্রার্থীদের মধ্যে তো সেরা হয়েছেই, এছাড়া উত্তরপ্রদেশের ভাল ছাত্রদের দলে জায়গা পেয়েছে।

দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৮৩.৩ শতাংশ অনেক ছাত্রই পায়নি। উত্তরপ্রদেশের বরেলি সংশোধনাগারে ওঙ্কারের সাফল্যে বন্দিদের মধ্যেও খুশি হাওয়া।

এদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৬১.১ শতাংশ নম্বর পেয়েছে ওই জেলেই বন্দি পণের দাবিতে হত্যার অভিযোগে বন্দি ৩৫ বছরের ছোটে লাল।

মহিলা বন্দিদের মধ্যে ৪০ বছরের নাইমা আবার দশম শ্রেণির পরীক্ষায় ৭২.৬ শতাংশ নম্বর পেয়ে অনেকের নজর কেড়েছে। তবে নাইমা রায়পুর জেলে বসে পরীক্ষা দিয়েছিল।

ননদকে হত্যার অভিযোগে নাইমাকে ২০১৬ সালে বন্দি করা হয়। সেও সাজাপ্রাপ্ত বন্দি। প্রসঙ্গত উত্তরপ্রদেশের বিভিন্ন জেল থেকে ৬২ জন দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসে। যার মধ্যে ৫৯ জন সফল হয়েছে। এদের মধ্যে ভাল রেজাল্টও কম নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk