National

সিনেমা দেখতে নিয়ে গিয়ে সর্বস্ব লুঠ, ২ বছরে ফর্মুলা বদলায়নি স্বামী স্ত্রী

সিনেমা দেখাতে নিয়ে গিয়ে লুঠ। একটা নতুন ফর্মুলা বানিয়ে ২ বছর ধরে সফল হয়েছে এ যুগের এক বান্টি বাবলি। লুটেরা ২ জন সম্পর্কে স্বামী স্ত্রী।

Published by
News Desk

নানাভাবে ঠকিয়ে লুঠের ঘটনা মানুষ বাস্তব জীবনে বা সিনেমার পর্দায় দেখেছেন। তবে এটা একদম নতুন ফর্মুলা। যা কাজও করেছে ২ বছর ধরে। এ যুগের এক বান্টি বাবলির কাহিনি রীতিমত চমক লাগায়।

তরুণীর নাম অঙ্কিতা। বয়স ২৫ বছর। আর তার স্বামী অমিতের বয়স ৩৫। এই অঙ্কিতাই প্রথমে টোপ ফেলত। টোপের মাধ্যম ছিল ফেসবুক। সেখানেই বিভিন্ন পুরুষের সঙ্গে ভাব জমাত সে। তারপর কথায় কথায় একদিন একসঙ্গে সিনেমা দেখার প্রস্তাব দিত।

প্রস্তাবে হ্যাঁ করলে অঙ্কিতাই জানাত তার ইচ্ছা গোমতী নগর শপিং মলে যে সিনেমা হল রয়েছে সেখানে সিনেমা দেখা। উল্টোদিক থেকে আপত্তি তেমন থাকত না।

সেইমত একটি দিন স্থির হত সিনেমা দেখার। সিনেমা হলে ২ জনের দেখা হত। সিনেমা হলে ওই ব্যক্তি পৌঁছলে অঙ্কিতা তাঁকে মাদক মেশানো পানীয় খাইয়ে দিত।

তারপর সেই পানীয় খেয়ে যেই না ওই ব্যক্তি ঘুমে ঢলে পড়তেন, তখনই তাঁর কাছে থাকা সর্বস্ব লুঠ করে পালাত অঙ্কিতা ও অমিত। এটাই ছিল তাদের ফর্মুলা। যে টোপে গত ২ বছর ধরে সাফল্যও পেয়ে এসেছে তারা।

এভাবে সিনেমা হলে গিয়ে তাঁদের সঙ্গে থাকা টাকাকড়ি, সোনার জিনিস বা অন্য দামি জিনিস সব গেছে বলেই জানান ২ জন অভিযোগকারী। পুলিশ তদন্তে নামে।

সিসিটিভি ফুটেজ দেখে শুরু হয় তল্লাশি। অবশেষে তাদের পাকড়াও করতে সমর্থ হয় লখনউ পুলিশ। দম্পতির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk