National

মানুষ নয় বলে ছাড় নয়, মুখ্যমন্ত্রীর পোস্টার ছিঁড়ে অন্য সমস্যার মুখে পথ সারমেয়

মানুষ হোক বা না হোক, মুখ্যমন্ত্রীর পোস্টার ছিঁড়লে যে তাকে রেহাই দেওয়া হবেনা তা কয়েকজন স্পষ্ট করে দিলেন। ফলে অন্য সমস্যায় পড়ল এক পথ সারমেয়।

Published by
News Desk

রাস্তায়, গলিতে পথ কুকুর বা সারমেয় দেখে সকলেই অভ্যস্ত। মানুষের সঙ্গে তাদের নিত্য সহাবস্থান। তেমনই এক পথ সারমেয় এবার অন্য সমস্যায় পড়ে গেল। পড়ার কারণ একটি ছবি। যা তোলা হয় সেই সময় যখন সে বাড়ির দেওয়ালে লাগানো মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ছিল।

বাড়ির দেওয়ালে রাজনৈতিক দলের দেওয়াল লিখন বা পোস্টার দেখে সকলেই অভ্যস্ত। এই বাড়ির দেওয়ালেও তেমনই একটি পোস্টার লাগানো ছিল। যা দেখে যে কোনও কারণেই হোক সারমেয়টি আচমকা তা ছিঁড়তে শুরু করে।

এই ছবি ছড়িয়ে পড়তে একদল মহিলা পুলিশের কাছে হাজির হয়। অভিযোগ জানায় কুকুরটির বিরুদ্ধে। অবিলম্বে পদক্ষেপ দাবি করে। এটাও পুলিশের কাছে আবেদন করে যে এই ঘটনার পিছনে ওই কুকুরটি ছাড়াও যদি কেউ জড়িত থাকেন তাহলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এই পর্যন্ত পড়ার পর অনেকেরই মনে হতে পারে মুখ্যমন্ত্রীর নিজের দলের কর্মীরা এই পুলিশে অভিযোগটি জানিয়েছেন। তা কিন্তু নয়। বরং বিরোধী দলের মহিলা কর্মীদের কয়েকজন এই অভিযোগ জানান। তাও ব্যঙ্গ করে।

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায়। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির দেওয়ালে লাগানো একটি স্টিকার পোস্টার ছেঁড়ে কুকুরটি। সেই ছবি বিরোধী তেলেগু দেশম পার্টির কর্মীরা হুহু করে ইন্টারনেটে ছড়িয়ে দেন।

ওয়াইএসআর কংগ্রেস পার্টির নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডিকে ব্যঙ্গ করতেই বিরোধী দলের মহিলারা ওই কুকুরটির বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk