National

গোমূত্র পান করলে কি হয়, স্পষ্ট করল আইভিআরআই

মানুষ যদি গোমূত্র পান করেন তাহলে তাঁর শরীরে কি হয়? এর উত্তর দিল ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইন্সটিটিউট। যা তারা সামনে এনেছে ৩ জন গবেষকের করা গবেষণার হাত ধরে।

Published by
News Desk

ভারতে এক প্রাচীন বিশ্বাস অনেক মানুষের মধ্যেই রয়েছে যে গোমূত্র পান করলে শরীরের উপকার হয়। তা একরকম ওষুধের মত কাজ করে। বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেন ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইন্সটিটিউট-এর ৩ জন পিএইচডি ছাত্র।

তাঁরা গবেষণার জন্য গরু ও ষাঁড়ের মূত্রের নমুনা সংগ্রহ করেন। তারপর তা নিয়ে পরীক্ষা শুরু করেন। পরীক্ষার ফল হাতে পাওয়ার পর এই গবেষকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইন্সটিটিউট এবার জানাল মানুষ যদি গোমূত্র পান করে তাহলে কি হতে পারে।

দেশের অন্যতম প্রধান এই প্রতিষ্ঠান জানাচ্ছে যে গোমূত্র মানুষ পান করলে তার খারাপ প্রভাব পড়ে শরীরে। কারণ গোমূত্রে তারা ১৪ ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছে।

এইসব ব্যাকটেরিয়া পাকস্থলীতে সংক্রমণ ঘটায়। ফলে গোমূত্রে পানে উপকার কিছু নেই বলেই দাবি করছে আইভিআরআই। বরং পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।

বরেলির ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইন্সটিটিউটে হওয়া এই গবেষণার দায়িত্বে যিনি ছিলেন সেই ভোজ রাজ সিং জানিয়েছেন, গোমূত্রের চেয়ে বরং মহিষের মূত্র তুলনায় ভাল। কারণ মহিষের মূত্রে তাঁরা ব্যাকটেরিয়া প্রতিরোধক কিছু উপাদানের খোঁজ পেয়েছেন।

তবে ভোজ রাজ সিং সাফ জানিয়েছেন মানুষের পান করার জন্য গোমূত্রে কখনওই তিনি সায় দেবেন না। যদিও ভারতে কিন্তু বিশ্বাসের হাত ধরে কিছু মানুষ সুস্থ থাকতে গোমূত্র পান করে থাকেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk