ভারতীয় বিয়ে, প্রতীকী ছবি
বিয়ের আয়োজনে কোনও ত্রুটি ছিলনা। বরপক্ষ এবং কনেপক্ষ মিলেমিশে আনন্দের সন্ধেটা কাটাচ্ছিল। পাশাপাশি বসেছিলেন সদ্যবিবাহিত বরকনে। এই পর্যন্ত চেনা দৃশ্য। কিন্তু তারপরই দেখা যায় কনের হাতে পিস্তল।
কনে বিয়ের আনন্দে সেই পিস্তল উঁচিয়ে পরপর গুলি চালাতে শুরু করলেন। কাউকে লক্ষ্য করে নয়। শূন্যে গুলি চালালেন তিনি। যা অনেকে ক্যামেরাবন্দিও করে ফেলেন। তারপর সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
এদিকে কনে যখন পিস্তল হাতে গুলি চালাতে শুরু করেন তা দেখে পাশে বসা বর কি করবেন বুঝতে পারেন না। কেবল অবাক চোখে চেয়ে থাকেন নিজের সদ্যবিবাহিত স্ত্রীর দিকে।
বিয়ের আসরে এভাবে গুলি চালানোর খবর পাওয়ার পর রাগিণী নামে ওই ২৩ বছরের সদ্যবিবাহিত তরুণীর খোঁজ শুরু করেছে পুলিশ। কারণ বিয়ের আনন্দে গুলি চালানোর পর যখন রাগিণী বুঝতে পারেন যে তাঁর এই কাণ্ডের জন্য পুলিশ তাঁকে পাকড়াও করতে পারে, তখন তিনি পালিয়ে যান।
সেই পলাতক সদ্যবিবাহিতাকে খুঁজে পেতে ছড়িয়ে পড়ে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাথরাসে। প্রসঙ্গত উত্তরপ্রদেশে বিয়ের সময় গুলি চালানোর একটা পুরনো রেওয়াজ আছে। যা পুলিশ মেনে না নিলেও এখনও টুকটাক চলে আনন্দ গুলি।
বর বা কনেপক্ষের পুরুষ সদস্যরা গুলি চালিয়েও থাকেন। কিন্তু সদ্যবিবাহিতা তরুণীকে এভাবে নিজের বিয়েতে বরকে পাশে বসিয়ে বিয়ের আনন্দে গুলি চালাতে এই প্রথম দেখা গেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা