National

বিয়ে করতে যেতে ভুলে গেলেন বর, কনে দিলেন যোগ্য জবাব

বর বিয়ে করতে যেতে ভুলে গেলেন। এমন কাণ্ডও যে ঘটতে পারে সেটা প্রমাণ হল। এদিকে বরের কাণ্ডে কনেও দিলেন যোগ্য জবাব।

Published by
News Desk

যার বিয়ে তাঁর হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এই প্রবাদটি বাংলায় যথেষ্ট প্রচলিত। যা বিশেষ কারণে ব্যবহার হয়। তবে এই প্রবাদের লাইন আক্ষরিক অর্থেই বাস্তবায়িত হল।

সত্যিই যাঁর বিয়ে তাঁর হুঁশ রইল না। এদিকে বরপক্ষ, কনেপক্ষ ও অতিথিরা বরকে খুঁজে বেড়ালেন। বিয়ের দিন কনের বাড়ি সবদিক থেকে তৈরি ছিল।

কনেও সেজেগুজে এক নতুন জীবনে পা রাখার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন। কিন্তু বরের আসার নাম নেই। এদিকে লগ্ন তো বয়ে যায়! লগ্ন বয়েও যায়। কিন্তু বরের খোঁজ পাওয়া যায়নি। কোথায় গেলেন বর?

বর এদিকে এক জায়গায় বিয়ের দিন প্রচুর মদ্যপান করে তখন বেহুঁশ। মদের ঘোরে এটাও তিনি ভুলে গেলেন যে তাঁর ওইদিন বিয়ে। তাঁকে যেতে হবে বিয়ে করতে।

যখন পরদিন সকালে হুঁশ ফিরল তখন দ্রুত বর পাড়ি দিলেন কনের বাড়ি। ততক্ষণে অবশ্য যা পরিস্থিতি ঘোরাল হওয়ার হয়ে গেছে।

বর সেখানে পৌঁছনোর পর কনে সাফ জানিয়ে দেন তিনি ওই যুবককে বিয়ে করবেন না। একটা কর্তব্যজ্ঞানহীন মানুষের সঙ্গে তিনি জীবন কাটাতে পারবেন না। কনের পাশে দাঁড়ায় কনেপক্ষও।

তবে এখানেই শেষ নয়, কনেপক্ষ বরপক্ষের কাছে বিয়ের সব খরচও চেয়ে বসে। বরপক্ষ তা দিতে রাজি না হওয়ায় তাদের আটকও করেন কনেপক্ষের লোকজন।

অবশেষে পুলিশ এসে ২ পক্ষকে আলোচনায় বসিয়ে বিষয়টি মিটমাট করায়। বিয়ে অবশ্য হয়নি। ঘটনাটি ঘটেছে বিহারে।

Share
Published by
News Desk