National

বাসে তরুণীর গায়ে রং দেওয়ার ফল, পোশাকহীন অবস্থায় পড়ে রইল যুবক

বাসে এক তরুণী সফর করছিলেন। সেখানেই তাঁর গায়ে আচমকা রং ঢেলে দেয় এক তরুণ। এর জের ভুগতে হল তাকে। পোশাকহীন অবস্থায় পড়ে থাকতে হল।

Published by
News Desk

বাসে সফররত এক তরুণীর গায়ে রং ঢেলে দিয়েছিল এক তরুণ। হোলিতে রং খেলা তো হয়। কিন্তু এভাবে কোনও বাসে সফররত তরুণীর গায়ে রং দেওয়া যায়না। সেটাই করে সে।

এরপর ওই তরুণী রং মাখা অবস্থাতেই বাস থেকে নেমে নিজের বাড়ি ফিরছিলেন। রাস্তায় তাঁর সঙ্গে দেখা হয় তাঁরই গ্রামের কয়েকজন যুবকের।

তাঁরা ওই তরুণীকে দাঁড় করায়। জিজ্ঞেস করে তাঁর গায়ে এভাবে রং কে ঢালল। উত্তরে ওই যুবকের কথা জানান তরুণী। তারপর বাড়ি ফিরে যান।

এদিকে গ্রামের মেয়ের গায়ে এভাবে রং ঢালার শাস্তি দিতে ওই যুবকরা গিয়ে রং ঢেলে দেওয়া যুবককে তুলে নিয়ে আসে। তাকে একটি বদ্ধ জায়গায় বন্দি করে তারা।

তারপর তার শরীর থেকে সব পোশাক খুলে নেয়। দেহে পোশাক নেই, ওই অবস্থায় যুবককে মারধরও করে তারা। পরে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কোলার জেলায়। ওই তরুণী পুরো ঘটনা পুলিশকে জানিয়েছেন। ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মধু নামে ওই তরুণী এও জানান যে তাঁর গ্রামের যুবকরা তাঁর কাছ থেকে শুনেই পদক্ষেপ করে। পুলিশ এই ঘটনায় একটি মামলা রুজু করেছে। মধু এটাও পরিস্কার করেছেন যে তাঁর অনিচ্ছা সত্ত্বেও তাঁর গায়ে রং ঢেলে দেয় ওই যুবক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk