সিসিটিভি ফুটেজে ঘটনার দৃশ্য, ইউটিউব স্ক্রিনগ্র্যাব - @suhanimedianewsnetwork2847
যথেষ্ট জনবহুল এলাকা। হাসপাতাল চত্বর। সেখানেই এক মহিলা ফোনে কথা বলছিলেন। গুরুত্বপূর্ণ আলোচনাই চলছিল ফোনে। সেই সময় তাঁর পিছন থেকে এক ব্যক্তি এসে হাজির হয়।
আশপাশে অনেক লোকই তো ঘুরছে। বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। কিন্তু ওই ব্যক্তি মহিলাকে পিছন থেকে জাপটে ধরে। তারপর তাঁকে জোর করে চুমু খেতে থাকে। চুমু খেয়ে সেখান থেকে ছুটে পালায় ওই ব্যক্তি।
তবে পালিয়ে সেখান থেকে কিছুটা দূরত্বে গেলেও রাস্তা দিয়ে পালানোর সময় রাস্তা ধরে হেঁটে যাওয়া তরুণী, যুবতীদেরও ধরে জোর করে চুম্বন করে সে। এভাবে সামনে পাওয়া বিভিন্ন বয়সের মহিলাকে চুমু খেয়ে সেখান থেকে ছুটে পালায় সে।
গোটা ঘটনায় মহিলারা হতভম্ব হয়ে যান। কাণ্ড দেখে অবাক হয়ে যান পথচলতি মানুষজনও। এদিকে তাঁদের সঙ্গে জনবহুল এলাকায় এমন অভব্য আচরণের বিরুদ্ধে মহিলারা ক্ষোভে ফেটে পড়েন। পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখে ওই ধারাবাহিক চুম্বনকারী বা সিরিয়াল কিসার-এর নাগাল পাওয়ার চেষ্টা চালায় পুলিশ।
ঘটনাটি ঘটে বিহারের জামুইতে। সেখানে সদর হাসপাতাল চত্বরেই এই ধারাবাহিক চুম্বনের ঘটনা ঘটে। এমন ঘটনায় সকলেই প্রায় বাকরুদ্ধ। এমনটা যে হতে পারে সেটাই কেউ বিশ্বাস করে উঠতে পারছেন না। এদিকে অন্য মহিলারাও ঘটনার কথা শুনে আতঙ্কিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা