National

খাবার না পেয়ে মাকে খুন করল ছেলে

Published by
News Desk

পাশবিক বললেও কম বলা হয়। ছেলের বিরুদ্ধে মাকে খুন করে তাঁর হৃদপিণ্ড বার করে চাটনি দিয়ে খাওয়ার অভিযোগ উঠল মহারাষ্ট্রের কোলাপুরে। পুলিশ সূত্রের খবর, সুনীল নামে বছর ২৭-এর যুবক শ্রমিকের কাজ করত। তার স্ত্রী ও ৩ সন্তান রয়েছে। তবে স্ত্রী সন্তানদের নিয়ে স্বামীর অত্যাচারে দীর্ঘদিন বাপের বাড়িতে থাকেন। সুনীল মায়ের সঙ্গে থাকত।

অভিযোগ গত সোমবার সন্ধেয় আকণ্ঠ মদ্যপান করে ফিরে প্রতিবেশির বাড়িতে কড়া নাড়ে সে। খাবার চায়। কিন্তু সেখানে খাবার না জোটায় চলে আসে বাড়িতে। কিছু বুঝে ওঠার আগেই ৬৫ বছরের বৃদ্ধা মাকে মারধর শুরু করে সুনীল। তারপর তাঁকে খুন করে ধারালো অস্ত্র দিয়ে হৃদপিণ্ডটি বার করে প্লেটে রাখে। অভিযোগ মরিচ গুঁড়ো ও চাটনি দিয়ে মায়ের হৃদপিণ্ডটি ভক্ষণ করে ছেলে। পাশবিক এই কাণ্ডের পর বাড়ি থেকে বার হলে প্রতিবেশিরা লক্ষ্য করেন সুনীলের হাত গড়িয়ে রক্ত পড়ছে। দ্রুত তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ সুনীলকে গ্রেফতার করেছে। তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk