National

পকেট ফাঁকা, অনলাইনে অর্ডার করা আইফোন হাতে পেতে অপরাধের পথে তরুণ

অনলাইনে একটি সেকেন্ড হ্যান্ড আইফোন অর্ডার করেছিল ২০ বছরের এক তরুণ। দাম দেওয়ার ক্ষমতা না থাকায় ডেলিভারি এলে অপরাধের পথে হাঁটল সে।

Published by
News Desk

একটি আইফোনের শখ তার অনেকদিনের। কিন্তু আইফোনের মত বহুমূল্য ফোন কেনার টাকা নেই। অগত্যা অনলাইনে একটি সেকেন্ড হ্যান্ড আইফোনই অর্ডার করে সে।

কিন্তু এটাও জানত যে সেই সেকেন্ড হ্যান্ড আইফোনের দাম মেটানোও তার সাধ্যের বাইরে। কিন্তু অর্ডার দিয়ে দেয় সে। হয়তো তখনই যা স্থির করার করে ফেলেছিল।

অর্ডার অনুযায়ী তার বাড়িতে সেই আইফোন চলেও আসে। যে ডেলিভারি বয় সেই ফোন নিয়ে এসেছিলেন তাঁকে ক্যাশ অন ডেলিভারি নিয়ম মেনে অর্ডার হাতে নেওয়ার সময় পুরো টাকা মিটিয়ে দিতে হয়।

ওই তরুণ ডেলিভারি দিতে আসা যুবককে ঘরের ভিতরে এসে বসতে বলে। তারপর পাশের ঘরে চলে যায় টাকা আনতে। কিছুক্ষণ পর টাকা নয় একটি ছুরি নিয়ে ফিরে আসে সে। তারপর ওই ছুরি দিয়ে ডেলিভারি বয়কে কুপিয়ে খুন করে।

পুলিশ জানাচ্ছে, খুন করার পর ডেলিভারি বয়ের দেহ লোপাট করতে হেমন্ত দত্ত ডেলিভারি বয় হেমন্ত নায়েকের দেহটি তার মোটরবাইকে নিয়ে রওনা দেয়। রাস্তায় সে পেট্রোলও কেনে।

তারপর সেই পেট্রোল দিয়ে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে পুড়িয়ে দেয় দেহটি। প্রমাণ লোপাট করতে হেমন্তের এই বাইকে দেহ নিয়ে যাওয়া এবং পেট্রোল কেনার সব ফুটেজ সিসিটিভি থেকে পেয়ে যায় পুলিশ। সেই সূত্র ধরেই কর্ণাটকের হাসানের বাসিন্দা হেমন্তকে গ্রেফতার করে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk