National

প্রমাণ লোপাট করে অভিযুক্তকে বাঁচানোর রাস্তা খুলল ইঁদুর

ইঁদুর এবার রক্ষাকর্তা হিসাবে সামনে এল। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করতে আদালতে প্রমাণ দরকার। সেই প্রমাণই গায়েব করে দিল ইঁদুর।

Published by
News Desk

আদালতে কোনও অভিযুক্তকে দোষী সাব্যস্ত করতে প্রমাণ লাগে। অকাট্য প্রমাণ না থাকলে অনেক অভিযুক্ত প্রমাণের অভাবে ছাড়াও পেয়ে যান।

সেভাবেই এক অভিযুক্তকে আদালতে আনা হলে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ দেখতে চান বিচারক। কিন্তু সেই প্রমাণ দেখাতে গিয়েই চমকে ওঠে পুলিশ।

২০১৬ সালের ডিসেম্বর মাসে সাবু নামে এক ব্যক্তিকে গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। যা বাজেয়াপ্ত করে পুলিশ।

এর থেকে ১০০ গ্রাম গাঁজা বৈজ্ঞানিক গবেষণার কাজে পাঠিয়ে দেওয়া হয়। বাকি ২৫ গ্রাম প্রমাণ হিসাবে আদালতের একটি বিশেষ কক্ষে তালাবন্ধ করে রাখা হয়। যাতে যখন আদালতে তা পেশ করার প্রয়োজন পড়বে তা বার করে প্রমাণ হিসাবে পেশ করা যায়।

এতদিনে সেই মামলায় শুনানির সময় বিচারক সাবুর কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজা প্রমাণ হিসাবে দেখতে চান। কিন্তু সরকারি আইনজীবী জানান ওই গাঁজা ২৫ গ্রাম রাখা থাকলেও এখন তার সামান্যই পড়ে আছে। অনেকটাই উধাও!

আদালতের কড়া সুরক্ষায় তালাবন্ধ ঘর থেকে প্রমাণ লোপাট হল কীভাবে? প্রশ্ন তোলেন তিরুবনন্তপুরমের ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।

এর উত্তরে সরকারি আইনজীবী জানান, প্রমাণ সম্ভবত ইঁদুরে খেয়ে ফেলেছে! যা শুনে কার্যত সকলে স্তম্ভিত হয়ে যান! ইঁদুর প্রমাণ খেয়ে ফেলেছে?

তাহলে তো বলতে হয় প্রমাণ লোপাট করে ইঁদুর তিরুবনন্তপুরম থেকে গাঁজা সহ গ্রেফতার হওয়া সাবুকে বাঁচানোর চেষ্টা করছে। যা নিয়ে কার্যত হাসির রোল উঠেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk