National

ফেসবুকের ছবি হোয়াটসঅ্যাপে, অভিনব কায়দায় শতাধিক মানুষকে ঠকাল ২ তরুণ

৩৬৫ দিনের মধ্যে শতাধিক মানুষকে ঠকিয়েও তাদের কেউ পাকড়াও করতে পারেনি। অভিনব কায়দায় হাত পাকিয়ে প্রতারণার চক্র চালাত ২ তরুণ।

Published by
News Desk

একজনের বয়স ১৯ বছর, অন্যজনের ২৩। এই ২ তরুণ ঠগ পুলিশেরও রাতের ঘুম কেড়ে নিয়েছিল। মাত্র ১ বছরের মধ্যে তারা শতাধিক মানুষকে তাদের প্রতারণার ফাঁদে ফেলেছিল।

প্রত্যেকের কাছ থেকে টাকা হাতিয়ে তা অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছড়িয়ে দিয়েছিল। এইসব ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারা তাদেরই পরিচিতদের নামে খুলেছিল। তারপর সেখানে তাদের হাতানো টাকা জমা করত। কীভাবে করত এসব? এখানেই এক অভিনব রাস্তা নিয়েছিল তারা।

প্রথমে ফেসবুক থেকে অত্যন্ত মেধাবী উচ্চ ডিগ্রিধারী সফল মানুষদের ছবি তারা বার করে নিত। তারপর সেই ছবিই হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দিত। সেখানে এমনভাবে দেখানো হত যেন ওই যুবক তাঁর আত্মীয়দের কাছে টাকা চাইছেন। সেখানে অ্যাকাউন্ট নম্বরও দেওয়া থাকত।

সেই অ্যাকাউন্ট নম্বরে টাকাও ফেলে দিতেন আত্মীয়রা। সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। কিন্তু জানতেন না তাঁদের পরিচিত ছেলেটি এসবের কিছুই জানেননা। তিনি টাকা চানওনি। এভাবেই চলত প্রতারণা। আর তাতে একের পর এক সাফল্যও পেতে থাকে ওই ২ তরুণ প্রতারক।

অবশেষে পুলিশ ওই ২ প্রতারককে পাকড়াও করতে সমর্থ হল। তাদের রাজস্থানের আলোয়ার থেকে পাকড়াও করে দিল্লি পুলিশের একটি দল।

একের পর এক অভিযোগ তো পুলিশের কাছে আসছিলই। কিন্তু এই ২ ঠগের নাগাল পাচ্ছিল না পুলিশ। শেষপর্যন্ত তাদের এই ম্যারাথন প্রতারণা থামল। যা অবশ্যই স্বস্তির। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk