National

বরফে মোড়া পাহাড়ে এক অন্য কসরতের খেলা, রয়েছে উপরি পাওনার হাতছানি

হঠাৎ করে বরফের ওপর এমন কসরতে নেমে পড়া নয়। রীতিমত ক্যাম্প করে তাদের এতে শামিল করা হল। সেইসঙ্গে উপরি পাওনার হাতছানি তো রয়েছেই।

Published by
News Desk

ঝুরঝুর করে বরফ পড়ছে যখন তখন। তুষারপাতের জেরে সাদা হয়ে যাচ্ছে চারধার। বরফের স্তরের ওপর আবার চাপছে নতুন বরফের স্তর। পুরু বরফের চাদরে কবেই ঢাকা পড়েছে প্রকৃতি।

হিমালয়ের অনন্ত শোভা বরফের ছোঁয়ায় অন্য রূপ পেয়েছে পহেলগামে। কাশ্মীরে চরম শীতকাল অর্থাৎ ‘চিল্লাই কলন’ শেষ হয়েছে। তবে তুষারপাত পাহাড়ি এলাকায় হয়েই চলেছে।

এই সময় পহেলগামে প্রকৃতিপ্রেমী পর্যটকদের ভিড় নজর কাড়ছে। ভিড় জমছে তাঁদের। দুচোখ ভরে প্রকৃতির শোভা দেখা, বরফ নিয়ে খেলার সাধ প্রাণভরে মিটিয়ে নিচ্ছেন তাঁরা।

অন্যদিকে স্থানীয় তরুণ তরুণী থেকে কিশোর কিশোরীরা শীতকালে গৃহবন্দি অবস্থাতেই কাটায়। বাইরে বার হওয়ার উপায় থাকেনা। তাদের জন্য এবার এক বিশেষ ক্যাম্পের আয়োজন হয়েছে পহেলগামে।

এই ক্যাম্পে স্থানীয় নবীন প্রজন্ম মেতে উঠেছে একাধিক খেলায়। যার মধ্যে অন্যতম প্রধান মার্শাল আর্ট প্রশিক্ষণ। তারা এখানে মার্শাল আর্ট প্রশিক্ষণ নিচ্ছে পাহাড়ে পুরু হয়ে জমে থাকা বরফের ওপর দাঁড়িয়ে।

প্রশিক্ষকের নির্দেশ মেনে তারা কসরত করছে একসঙ্গে। শিখছে মার্শাল আর্ট। তবে বরফের ওপর দাঁড়িয়ে মার্শাল আর্ট শেখার দৃশ্য অনেকেই দেখেননি। যা এখানে দেখা যাচ্ছে।

সেইসঙ্গে প্রবল শীতটা গৃহবন্দি অবস্থায় কাটানোর পর তারা প্রকৃতির অপার সৌন্দর্য তারিয়ে উপভোগের সুযোগ পাচ্ছে খোলা আকাশের নিচে। কাশ্মীরের তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলোয় আগ্রহ বাড়াতে এবার এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk