National

ক্লাসে ছাত্রীকে আই লাভ ইউ বলতে বলে চাকরি গেল অঙ্ক স্যারের

এক ছাত্রীকে তিনি আই লাভ ইউ বলতে বলেছেন। এমনই অভিযোগ উঠেছিল এক শিক্ষকের বিরুদ্ধে। তার জেরে চাকরিটাই খোয়াতে হল তাঁকে।

Published by
News Desk

অষ্টম শ্রেণির ক্লাস চলছিল। অঙ্কের স্যার ক্লাস করাচ্ছিলেন। সেখানেই এক ছাত্রীকে ভরা ক্লাসের মাঝখানে ‘আই লাভ ইউ’ বলতে বলেন অঙ্কের স্যার। ছাত্রী ও তার অভিভাবকরা এমনই অভিযোগ করেছেন ওই শিক্ষকের বিরুদ্ধে।

তাঁদের অভিযোগ, ক্লাস ভর্তি ছাত্রছাত্রীদের মাঝে ওই ছাত্রীকে আই লাভ ইউ বলতে চাপ দেন শিক্ষক। গুরুতর এই অভিযোগ পাওয়ার পর তদন্তে নামেন ২ এডুকেশন ইন্সপেক্টর।

স্কুলের ক্লাসে থাকা সিসিটিভি থেকে ছবি দেখে তাঁরা বোঝার চেষ্টা করেন পুরো ঘটনা। তবে সেই সিসিটিভি ফুটেজে কথা পরিস্কার শোনা যায়নি।

বিষয়টি নিয়ে অন্য ছাত্রছাত্রীদেরও সমর্থন পায়নি ওই ছাত্রী। বরং ওই ছাত্রীর অভিযোগকে সত্য বলে মানতে চায়নি ক্লাসের অন্য পড়ুয়ারা। তারপরেও কিন্তু চাকরি খোয়াতে হয়েছে বালমুকুন্দ নামে অঙ্কের শিক্ষককে।

ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটের কর্ণবতী স্কুলে। রাজকোট জেলা শিক্ষা আধিকারিক বিএস কালিয়া সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, ওই ছাত্রী ও তার পরিবারকে নিশ্চিন্ত করতেই ওই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করতে হয়েছে তাঁকে।

ওই স্কুলের ট্রাস্টি অশোক ভাম্বরও এই ঘটনায় ওই শিক্ষকেরই পাশে দাঁড়িয়েছেন। তাঁর দাবি, ক্লাসে পড়ানোর সময় ‘আই লাভ ফর্মুলা’ ওই ছাত্রীর কাছে জানতে চেয়েছিলেন অঙ্কের স্যার। যার উত্তর ওই ছাত্রী দিতে পারেনি। ওই ছাত্রীকে কখনওই আই লাভ ইউ বলতে বলেননি অঙ্কের স্যার বলেও দাবি করেছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk