National

এবার গরু এবং কুকুরদের জন্য তৈরি হল বিশেষ এটিএম

এটিএম বললেই কোনও ব্যাঙ্কের এটিএম চোখের সামনে ভেসে ওঠে। যেখান থেকে প্রয়োজনে মানুষ টাকা তোলেন। এবার অন্য এটিএম তৈরি হল গরু ও কুকুরদের জন্য।

Published by
News Desk

ওই যুবক যখনই রাস্তা দিয়ে যেতেন এবং রাস্তায় ক্ষুধার্ত গরু বা কুকুরদের দেখতেন, তিনি আর স্থির থাকতে পারতেন না। বিস্কুট আর গুড় কিনে তাদের খাওয়াতেন।

সেই পশুপ্রেমী মানুষটির প্রাণ অকালেই ঝরে যায় একটি পথ দুর্ঘটনায়। সেই ধাক্কা তাঁর প্রাণের বন্ধু গৌরব রাইকে নাড়া দিয়ে যায়।

বন্ধুর অকালমৃত্যু হলেও তাঁকে মনে রেখেই গৌরব মন দেন পথে পথে ঘুরে বেড়ানো গরু এবং কুকুরদের দিকে। যারা অনেক সময় ক্ষুধা নিয়েই ঘুরে বেড়ায় এদিক ওদিক। কিন্তু কেউ ঘুরেও তাকায় না তাদের দিকে।

গৌরব একটি সংগঠন চালান। গ্রুটগার্জেন নামে সেই সংগঠনের প্রেসিডেন্টও তিনি। তিনি এবার পশুপ্রেমী প্রয়াত বন্ধু সিদ্ধার্থ সিংয়ের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে শুরু করলেন একটি বিশেষ ধরনের এটিএম।

যেখানে টাকা থাকেনা। থাকে খাবার। গরু এবং কুকুরদের জন্য খাবার। যা ওই এটিএম যে এলাকায় বসানো হয়েছে তার আশপাশে রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর এবং গরুদের খাবার দেবে। এটিএম-এ রুটি থেকে শুরু করে গরু ও কুকুরদের জন্য অন্য খাবার থাকছে। এমন ভাবনা এ দেশে প্রথম।

বারাণসীতে এই এটিএম চালু হয়েছে। আপাতত বাঁকে বিহারীর পাণ্ডেপুর এলাকায় এই এটিএম বসেছে। দ্বিতীয় এটিএমটি বসছে শিবপুরে।

এভাবেই গরু ও কুকুরদের খাবার থাকা এটিএম বারাণসী শহরের নানা প্রান্তে বসানোর লক্ষ্য স্থির করেছেন গৌরব। তাঁর এই উদ্যোগে শামিল হয়েছেন আরও ৪০ জন যুবক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk