National

কনের ঘরে উঁকি, প্রতিবাদ করায় চড় কষাল হবু বর

বিয়ের দিন নাটকের পর্ব দেখলেন অতিথিরা। হবু স্ত্রীতে মোহিত বর বিয়ের আগে যা শুরু করল তাতে বাধ সাধেন বাবা। তাতে বাবাকেই চড় কষাল সে।

Published by
News Desk

বিয়ের দিন সঠিক সময়ে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে হাজির হয়েছিল বর। বরকর্তা হিসাবে এসেছিলেন বরের বাবা। কনের বাড়িতে তাঁদের খাতির যত্নে ত্রুটি হয়নি। বিয়েও শুরু হয়। মালাবদল হয়ে যায়।

এরপর বিয়ের অন্য রীতি শুরু হবে। তার আগে কনে গিয়েছিলেন তাঁর ঘরে। এদিকে কনেকে চোখে হারাচ্ছিল বর। কনেতে মোহিত বরের আর তর সয়নি।

সে সটান হাজির হয় কনের ঘরে। তাকে বারণ করেন কনে। কিন্তু সেকথায় কান না দিয়ে সে বারবার ফিরে যেতে থাকে কনের ঘরে।

বিষয়টি নিয়ে বিয়েবাড়ি জুড়ে কানাঘুষো শুরু হয়। কথাটা কানে যায় বরের বাবার। তিনি এরপর ছেলেকে ডেকে এভাবে কনের ঘরে যেতে মানা করেন।

বর তাতে রাজি না হওয়ায় ছেলেকে বকাবকিও করেন বাবা। অবাধ্য ছেলেকে চড়ও কষিয়ে দেন তিনি। বাবা তাঁকে চড় কষাতে পাল্টা বরও বাবার গালে চড় কষিয়ে দেয়। নিজের বাবাকে অতিথিদের সামনে চড় কষিয়ে দিয়েছে তাঁর হবু বর। একথা শুনেই কনে সটান বেরিয়ে আসেন ঘর থেকে।

এমনিতেই তাঁর ঘরে বারবার উঁকি দেওয়া নিয়ে তিনি বিরক্ত ছিলেন। তারপর এই ঘটনার পর কনে সাফ জানিয়ে দেন ওই ছেলেকে তিনি বিয়ে করবেন না।

এরপর ২ পরিবারও স্থির করে এই বিয়ে হবেনা। খালি হাতেই বর ও বরযাত্রী নিজেদের বাড়ি ফিরে যায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের চিত্রকূটে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk