National

শপিং মলে পুরুষদের পোশাকের জায়গায় দিব্যি ঘুরে বেড়ালো গরু

সারি সারি তাক। সেখানে থরে থরে সাজানো পুরুষদের পোশাক। সেখানে ক্রেতাদের দেখা না মিললেও দেখা মিলল গরুর। শপিং মলে গরু! অবাক করা হলেও সত্যি।

Published by
News Desk

ঝাঁ চকচকে শপিং মল। চারিদিক সুন্দর করে সাজানো। বিভিন্ন তাকে থরে থরে সাজানো পুরুষদের পোশাক। আধুনিক মলে আধুনিক পোশাকে সাজানো পসরা। সেখানে ঘুরে ঘুরে পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা।

এটাই যে কোনও শপিং মলের পরিচিত দৃশ্য। যেটা পরিচিত নয়, সেটা হল শপিং মলে গরু। সাধারণ দোকানেও গরুর পক্ষে ঢুকে পড়া মুশকিল বা তারাও ঢুকতে চায়না।

কিন্তু সেখানে শপিং মল দেখে হয়তো ভাল লেগে গিয়েছিল গরুটির। তাই সকলের অলক্ষ্যে কোনও এক সময় কাচের দরজা ফাঁক করে শপিং মলে ঢুকে পড়ে সে।

শপিং মলে ঢুকে সে পুরুষদের পোশাকের জায়গায় দিব্যি ঘুরে বেড়াতে থাকে। ঘুরে তাকাতে থাকে তাকে সাজানো পোশাকগুলির দিকে।

এদিকে তাকে দেখে কার্যত আত্মারাম খাঁচাছাড়া অবস্থা মলের কর্মীদের। তাঁরা কোথায় পালাবেন স্থির করতে পারছিলেননা। এদিকে গরু তো মেজাজে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে।

অবশেষে মলের কর্মীরাই সমবেতভাবে গরুটিকে তাড়া করে দরজার দিকে নিয়ে যেতে থাকেন। গরুটি এবার তাড়া খেয়ে দরজার দিকে এগোতে থাকে।

ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়া এই ভিডিও গোটা দেশে হইচই ফেলে দিয়েছে। ঘটনাটি ঘটেছে অসমের ধুবুরিতে। তাই এখন শপিং মলে জিনিস কিনতে গেলে আশপাশে এমন কোনও প্রাণি দেখলে অবাক হওয়ার কিছু নেই। প্রসঙ্গত ভারত বলেই নয়, আমেরিকার অনেক জায়গায় দোকানে ভাল্লুক ঢুকে পড়ার ঘটনাও মাঝেমধ্যেই ঘটে।

Share
Published by
News Desk