National

বাড়ি গিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে সিঁদুর পরিয়ে এল অষ্টম শ্রেণির ছাত্র

এমন ঘটনা যে ঘটতে পারে তাই কেউ কল্পনা করতে পারবেননা। সেটাই হল। এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে সিঁদুর পরিয়ে এল এক অষ্টম শ্রেণির ছাত্র।

Published by
News Desk

বাড়িটি পাঁচিল ঘেরা। সেই বাড়ির মধ্যে তখন ঘর মুছছিল ১৪ বছরের এক কিশোরী। এদিকে সকলের অলক্ষ্যে ওই বাড়ির পাঁচিল টপকে বাড়িতে ঢুকে পড়ে ২ কিশোর। তারা বাড়িতে ঢুকে সামনেই এই কিশোরীকে ঘর মুছতে দেখে।

কিশোরীর অভিযোগ, আচমকাই তার সামনে এসে হাজির হয় ২ জন। তারপর ১ জন তার গলায় একটি ধারাল অস্ত্র ধরে। অন্যজন পকেট থেকে সিঁদুর কৌটো বার করে তার মাথায় সিঁদুর পরিয়ে দেয়। তারপর যেমন এসেছিল তেমন করেই পাঁচিল টপকে বাড়ি থেকে বেরিয়ে যায়।

ভয়ে কাঁটা হয়ে যাওয়া কিশোরীর বাবা পেশায় গাড়ির চালক। তিনি কাজ সেরে বাড়ি ফেরার পর মেয়েটি বাবাকে সব জানায়। একথা জানার পর পুলিশে গিয়ে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।

পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ওই ২ কিশোর যে বাইকে এসেছিল সেটি চিহ্নিত করে। তারপর সেই বাইকের নম্বর খোঁজ করে ওই কিশোরের নাগাল পায়। তাকে আটক করে পুলিশ।

কিশোরীর বাবার দাবি, এর আগেও ওই কিশোর তাঁর মেয়েকে স্কুলে যাওয়ার সময় জ্বালাতন করত। সেজন্য মেয়ের স্কুলই বদলে দেন তিনি। কিন্তু এবার তো একেবারে বাড়ি ঢুকে সিঁদুর পরিয়ে দিল সে।

এদিকে পুলিশের কাছে ওই কিশোর জানিয়েছে সে ওই কিশোরীকে সিঁদুর পরিয়ে কোনও অন্যায় করেনি। সে ওই কিশোরীকে ভালবাসে। বিয়ে করতে চায়। তাই সিঁদুর পরিয়ে বিয়ে করেছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk