Categories: National

জার্মান বেকারি বিস্ফোরণ, সাজা কমল মির্জার

Published by
News Desk

জার্মান বেকারি বিস্ফোরণ কাণ্ডে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত মির্জা হিমায়াত বেগের সাজা কমাল মুম্বই হাইকোর্ট। মৃত্যুদণ্ডের সাজা রদ করে মির্জাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। দুটি বাদ দিয়ে মির্জার বিরুদ্ধে আনা সব অভিযোগ থেকে তাকে নিষ্কৃতি দিয়েছে আদালত। ২০১০-এর পুনে বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু হয়। যারমধ্যে অধিকাংশই বিদেশি। এই ঘটনায় মির্জা হিমায়াত বেগকে গ্রেফতার করে এটিএস। পুনের আদালত তাকে ২০১৩ সালে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। সেই রায়ের বিরুদ্ধে মুম্বই হাইকোর্টের দ্বারস্থ হয় মির্জা। এদিন মুম্বই আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়।

Share
Published by
News Desk