National

বাবার নাম দরকার নেই, দেবদাসীদের সন্তানদের মায়ের নামই যথেষ্ট

দেবদাসীদের সন্তানদের বিশেষ ছাড় দিল একটি রাজ্যের সরকার। তাদের বাবার নামের আর প্রয়োজন রইল না। যা তাদের সামনে সুস্থভাবে বেঁচে থাকার রাস্তা খুলে দিল।

Published by
News Desk

দেবদাসীদের সন্তানেরা যখনই কোথাও কোনও সরকারি সুবিধার জন্য আবেদন করে তখন তা নামঞ্জুর হয়ে যায়। স্কুলে তাদের সামাজিক প্রশ্নের মুখে পড়তে হয়। নানা জায়গায় তাদের বিভিন্ন রকমের অপমান সহ্য করতে হয়। অনেক সুযোগ সুবিধা থেকেও তারা বঞ্চিত হয়। কারণ একটাই।

তারা তাদের বাবার নাম উল্লেখ করতে পারে না। যা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে বহুদিন ধরে। সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকা দায় হয়েছে তাদের।

বিষয়টি নিয়ে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস নানা প্রস্তাব দিয়ে আসছিল। অবশেষে কর্ণাটক সরকার কমিশনের কথায় আমল দিল।

কর্ণাটক সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী দিনে দেবদাসীদের সন্তানদের আর পিতৃ পরিচয় বাধ্যতামূলক নয়। তাদের মায়ের পরিচয়ই তাদের পরিচয়।

দেবদাসীদের সন্তানরা তাদের মায়ের পরিচয় দিলেই সব সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। সে স্কুল ভর্তি হোক বা কাস্ট সার্টিফিকেট পাওয়া হোক, আয়কর সার্টিফিকেট পাওয়া হোক বা অন্য কোনও সরকারি সুবিধা হোক। সর্বত্র তাদের মায়ের নাম দিলেই কাজ হবে। বাবার নামের কোনও প্রয়োজন নেই।

কর্ণাটকে এখন প্রায় ৪৫ হাজার দেবদাসী সন্তান রয়েছে। যাদের সামাজিক মর্যাদা পাওয়ার রাস্তা এই সরকারি সিদ্ধান্তে প্রশস্ত হল।

দীর্ঘদিন ধরেই দেবদাসীদের সন্তানদের পিতৃ পরিচয় সমস্যা নিয়ে আন্দোলন চলছিল। তা এতদিনে সরকারি মান্যতা পাওয়ায় খুশি সকলেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk