National

পুলিশে চাকরি নিশ্চিত করতে মাথায় এমসিল লাগিয়ে এলেন মহিলা

যে কোনও চাকরি পেতে নিজের দক্ষতার ওপর ভরসা থাকা উচিত। কিন্তু এক মহিলা মাথায় এমসিল ওয়াক্স লাগিয়ে চাকরি নিশ্চিত করার পথ বাছলেন।

Published by
News Desk

পুলিশের চাকরিতে শারীরিক সক্ষমতা একটা বড় বিচার্য বিষয়। ফলে চাকরি পেতে হলে সে পরীক্ষায় পাশ করতে হয়। সেখানে ওজন, উচ্চতা সবই মাপা হয়। সেটাও পরীক্ষার অঙ্গ।

মহিলা কনস্টেবলের চাকরি পেতে অনেক মহিলাই হাজির হয়েছিলেন পরীক্ষা কেন্দ্রে। সেখানে তাঁদের উচ্চতা ও ওজন মাপা হচ্ছিল। নির্দিষ্ট ওজন ও উচ্চতার কম হলে চাকরি নাও হতে পারে।

সেই পরীক্ষার জন্য একটি যন্ত্র রাখা ছিল। সেখানে চাকরি প্রার্থী মহিলাদের গিয়ে দাঁড়াতে হচ্ছিল। মেশিনই তাঁদের উচ্চতা ও ওজন দেখিয়ে দিচ্ছিল। যা নির্ভুল হচ্ছিল।

এভাবেই এক মহিলা সেই যন্ত্রে দাঁড়ানোর পর যন্ত্র কাজ বন্ধ করে দেয়। কিছুই সে দেখাচ্ছিল না। ফলে এক মহিলা পুলিশকর্মী ওই চাকরি প্রার্থী মহিলাকে পরীক্ষা করে দেখেন। আর তা দেখতে গিয়ে কার্যত তাঁর মাথায় বাজ ভেঙে পড়ে।

দেখা যায় চুল দিয়ে আড়াল করে মাথায় লাগানো রয়েছে এমসিল ওয়াক্স। যা লাগিয়ে নিজের উচ্চতা বাড়ানোর চেষ্টা করেছেন ওই পরীক্ষার্থী।

উপস্থিত আধিকারিকরা বুঝতে পারেন কেন মেশিন কিছুই দেখাচ্ছিল না। কারণ মেশিন তখনই উচ্চতা ও ওজন দেখাবে যখন যন্ত্রে থাকা সেন্সর মানুষের মাথা ও পায়ের পাতার সঠিক স্পর্শ পাবে।

সেই স্পর্শটাই মহিলার মাথায় এমসিল থাকায় মেশিন পায়নি। ফলে সে কিছুই দেখাচ্ছিল না। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মেহবুবনগরে। বিষয়টি জানার পর মেহবুবনগরের এসপি ওই মহিলা চাকরি প্রার্থীকে অকৃতকার্য ঘোষণা করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk