National

সকলকে লুকিয়ে গর্ভপাতের বড়ি খেতেই ঘটে গেল ঘটনাটা

সবে তিনি ১১ মাস হল মা হয়েছেন। ফের মা হতে চান না তিনি। তাই সকলের অলক্ষ্যেই গর্ভপাতের বড়ি মুখে পুরে দিলেন এক মহিলা।

Published by
News Desk

১১ মাস আগেই তিনি মা হয়েছেন। কোলে দুধের শিশু। এদিকে পরীক্ষা করে ই-কমার্স সাইটে বড় পদে কর্মরত ওই মহিলা জানতে পারেন তিনি ফের মা হতে চলেছেন। তিনি স্বামীকে জানান তিনি এখনই মা হতে চান না। তাঁকে গর্ভপাতের ট্যাবলেট এনে দিতে।

কিন্তু স্বামী রাজি হননি। তিনি চাইছিলেন স্ত্রী যখন সন্তানসম্ভবা তখন সেই শিশু পৃথিবীর আলো দেখুক। যদিও ওই মহিলা রাজি ছিলেননা। তাই রাতে যখন তাঁর স্বামী হাঁটতে বাড়ি থেকে বার হন তখন তিনি নিজেই বেরিয়ে গর্ভপাতের ওষুধ কিনে এনে খেয়ে নেন।

ওষুধ খাওয়ার কিছুক্ষণ পর থেকে রক্তপাত শুরু হয় তাঁর। সেইসঙ্গে প্রীতি নামে ওই মহিলা যন্ত্রণায় ছটফট করতে থাকেন। স্বামী ফিরে স্ত্রীর এই অবস্থা দেখে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে চান। কিন্তু প্রীতি একেবারেই রাজি ছিলেন না।

পরদিন অর্থাৎ মঙ্গলবার সকালে আচমকা জ্ঞান হারান প্রীতি। আর সময় নষ্ট না করে দ্রুত তাঁকে নিয়ে তাঁর স্বামী ও ভাই হাসপাতালে ছোটেন।

সেখানে চিকিৎসকেরা প্রীতিকে পরীক্ষা করার পর জানান হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু শহরে।

পুলিশ এই ঘটনার প্রাথমিক তদন্তে অন্য কারও দোষ আছে বলে প্রমাণ পায়নি। প্রীতির ভাইও পুলিশকে জানান তাঁর দিদি গর্ভপাতের ওষুধ খাওয়ার পর থেকেই সমস্যা শুরু হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk