National

আকাশে উড়ছে সাদা বস্তু, ভিনগ্রহের যান বলে সন্দেহ

সকালে নীল আকাশে উড়তে থাকা একটি সাদা বস্তু অনেকের নজর কাড়ে। অচেনা বস্তুটি ভিনগ্রহের যান বলে মনে করে ছবি তুলে শুরু হয় শেয়ার করা।

Published by
News Desk

সকালে যে কজনের আকাশের দিকে নজর গিয়েছিল তাঁদের অনেকেরই নজর পড়ে নীল আকাশ, টুকরো মেঘ ছাড়াও একটি অন্য জিনিসের দিকে। একটি সাদা বস্তু। যা আকাশের অনেকটা উঁচু দিয়ে ভেসে যাচ্ছে।

এমন অবাক করা বস্তু তো আকাশে কেউ দেখেননি। জেট বিমান বা অন্য বিমান সকলের চেনা। এ বস্তু ওসব নয়। তাহলে ওটা কি?

কৌতূহলের পারদ চড়তে থাকে। অনেকেই মোবাইল বার করে টপ করে তুলে ফেলেন ছবি। তারপর তা হুহু করে শেয়ার হতে থাকে সোশ্যাল মিডিয়ায়।

এর একটাই কারণ। সকলেই ধরে নেন ভারতের আকাশেও এবার দেখা মিলল ভিনগ্রহের যানের। অনেকে আবার এটিকে গ্রহ বা নক্ষত্র বলেও ব্যাখ্যা করেন।

বিষয়টি কানে যায় প্ল্যানেটরি সোসাইটি অফ ইন্ডিয়ার ডিরেক্টর এন রঘুনন্দনের। তিনি এই ভিনগ্রহের যানের তত্ত্ব খারিজ করে জানান, ওটা কোনও ভিনগ্রহের যান নয়, নাই কোনও নক্ষত্র বা গ্রহ। ওটা একটি হিলিয়াম বেলুন। যা আবহাওয়া সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে ওড়ানো হয়েছিল।

বিভিন্ন উচ্চতায় হাওয়ার গতি, চাপ, তাপমাত্রা, আর্দ্রতা এসব জানতে ওই হিলিয়াম বেলুন ওড়ানো হয়েছিল। হিলিয়াম বেলুন ১ হাজার কেজি পর্যন্ত বৈজ্ঞানিক উপকরণ নিয়ে আকাশে উড়তে পারে। এই ব্যাখ্যা আসার আগে পর্যন্ত কিন্তু হায়দরাবাদ শহরে হইচই চলেছে।

এদিকে বিকেলে হায়দরাবাদের কাছেই একটি হিলিয়াম বেলুন মাটিতে এসে পড়ে। মনে করা হচ্ছে ওই হিলিয়াম বেলুনটিই বিকেলে মাটিতে নেমে আসে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk