National

সবজি বিক্রেতা সেজে কিশোরীকে রক্ষা করল পুলিশ

একদম সিনেমার মত এক কিশোরীকে রক্ষা করল পুলিশ। সিনেমায় যেমন দেখা যায় অনেকটা তেমনভাবে সবজি বিক্রেতার সাজে রাস্তায় অপেক্ষায় ছিলেন পুলিশকর্মীরা।

Published by
News Desk

একাধিক সিনেমায় এমন টানটান দৃশ্য দেখতে পাওয়া গিয়েছে। যেখানে পুলিশ অনেক কিছু সেজে অপরাধীকে পাকড়াও করেছে। এমন কাজ যে সিনেমা নয়, বাস্তবেও প্রয়োজন পড়লে পুলিশ করতে পারে তার জলজ্যান্ত উদাহরণ সামনে এল।

এক কিশোরী স্কুলে যেতে চাইছিল না। কারণ তার কাছ থেকে এক যুবক ফোন নম্বর নিয়ে তাকে যখন তখন ফোন করত। কয়েকদিন আগে একটি হাতঘড়ি দেওয়ার লোভ দেখিয়ে তাকে একটি নির্জন স্থানে ডেকেও পাঠায়। সেখানে কিশোরীর সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। তাতে রাজি না হওয়ায় কিশোরীকে প্রাণে হত্যার হুমকিও দেয়।

বেপরোয়া ওই যুবক সেখান থেকেই কিশোরীর বাড়িতে ফোন করে বাড়ির লোকজনকেও হত্যার হুমকি দেয়। বাইক নিয়ে যখন তখন বাড়ির সামনে চক্কর দেওয়া, মেরে ফেলার ভয় দেখানো চলছিল। অগত্যা পুলিশের দ্বারস্থ হয় পরিবার।

পুলিশ ওই কিশোরীকে স্কুলে যেতে বলে। তাকে আশ্বস্ত করে ওই যুবক তার কোনও ক্ষতি করতে পারবেনা। এদিকে কিশোরী স্কুলের কাছে পৌঁছতে ওই যুবক বাইক নিয়ে হাজির হয়। তারপর জোর করা শুরু করে।

এদিকে বাড়ি থেকেই মুখ ঢেকে থাকা এক মহিলা পুলিশ ওই কিশোরীর পিছু পিছু যাচ্ছিলেন। কয়েকজন পুলিশকর্মী স্কুলের কাছে সবজি বিক্রেতা সেজে অপেক্ষা করছিলেন।

ওই কিশোরীকে উত্যক্ত করা শুরু করতেই ওই যুবককে সবজি বিক্রেতার সাজে থাকা পুলিশকর্মীরা হাতেনাতে গ্রেফতার করেন। ঘটনাটি ঘটেছে লখনউতে। দিব্যম সিং নামে ২৩ বছরের ওই যুবক গ্রেফতার হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ওই কিশোরী সহ কিশোরীর পরিবার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk