National

শিং উঁচিয়ে জনসভায় ষাঁড়ের গুঁতো, নেতার ভাষণ ফেলে ছুট দিলেন শ্রোতারা

বেশ চলছিল রাজনৈতিক একটি সমাবেশ। বক্তব্য রাখছিলেন নেতারা। বিশাল জনসভায় শ্রোতাদের ভিড় ছিল চোখে পড়ার মতন। সেখানেই ঢুকে পড়ল একটি ষাঁড়।

Published by
News Desk

ষাঁড়ের গুঁতো কেমন হয় তা টের পেলেন রাজনৈতিক জনসভায় উপস্থিত শ্রোতারা। ষাঁড়ের শিং থেকে বাঁচতে তাঁরা চেয়ার ভুলে যে যেদিকে পারলেন ছুটলেন। বাদ গেলেন না মহিলারাও।

প্রাণের মায়া বড় মায়া। সেখানে আর নেতার কথা শোনার ধৈর্য থাকেনা। যার স্পষ্ট ছবি ফুটে উঠল কংগ্রেসের একটি জনসভায়।

জনসভায় কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষের ভিড় ছিল নজর কাড়া। মঞ্চে উপস্থিত ছিলেন তাবড় নেতারা। সে সময় আচমকাই সেখানে হাজির হয় একটি ষাঁড়।

কালো ষাঁড়টি প্রথমে মঞ্চের সামনে এসে একটা পাক খেয়ে ফেরার চেষ্টা করে। কিন্তু একটু এগিয়ে সে ফের ফিরে আসে। তারপর আর কাউকে রেয়াত না করে তেড়ে যায়।

অত মানুষ দেখে সম্ভবত ভীত হয়ে পড়া ষাঁড়টি তখন দিশেহারা। সেখান থেকে ফাঁকা জায়গায় যাওয়ার পথ খুঁজতে গিয়ে সে তখন শিং উঁচিয়ে তেড়ে যায় ভিড়ে ঠাসা জনসভা প্রাঙ্গণের দিকে।

সবাই প্রাণভয়ে চেয়ার থেকে উঠে যতটা সম্ভব তাকে জায়গা দেওয়ার চেষ্টা করেন। অনেকে ধাক্কাও খান। ষাঁড় ভিড়ের মধ্যে দিয়েই ছুটতে শুরু করে। এরফলে জনসভা লাটে ওঠে। তছনছ হয়ে যায় ভিড়ে ঠাসা প্রাণবন্ত জনসভা।

এই ঘটনার জন্য বিজেপিকে কাঠগড়ায় চাপিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত। বিজেপিই ষড়যন্ত্র করে কংগ্রেসের গুজরাটের মেহসানা-র এই জনসভায় ষাঁড় ঢুকিয়ে দিয়েছে বলে দাবি করেছেন কংগ্রেসের বর্ষীয়ান এই নেতা।

Share
Published by
News Desk