National

মাঠে বসে চাট সহযোগে মদের গ্লাসে চুমুক দিল বাঁদর

খোলা মাঠের মধ্যে বসে আছে এক বাঁদর। সামনে ২টি ভর্তি গ্লাস। পাশে চাট। যা বেশ তারিয়ে উপভোগ করতে দেখা গেল তাকে।

Published by
News Desk

মাঠের ধারে বসে মদ্যপান করছিলেন ২ ব্যক্তি। নিজেদের জন্য ২টি গ্লাসে মদ ঢেলে পান করতে শুরু করেছিলেন তাঁরা। সঙ্গে ছিল চাট হিসাবে স্ন্যাকসের ২টি প্যাকেট। কিন্তু সেই মৌতাতে নেশাভঙ্গ করে এক বাঁদর।

বাঁদরটি এসে তাঁদের এতটাই উত্যক্ত করতে শুরু করে যে তাঁরা সব ফেলে সেখান থেকে পালান। তাঁদের ফেলে যাওয়া মদ ভর্তি গ্লাস ২টির দিকে এগিয়ে আসে বাঁদরটি।

মাঠের ওপর তখন ২ জনের ফেলে যাওয়া ২টি ভর্তি গ্লাস পড়েছিল। পাশে পড়েছিল স্ন্যাকসের প্যাকেট ২টি। যে দুটি তাঁরা চাট হিসাবে এনেছিলেন।

বাঁদরটি এগিয়ে আসে সেই গ্লাসের কাছে। তারপর ১টি গ্লাস তুলে নিয়ে তাতে চুমুক দিতে শুরু করে। একটি গ্লাস রাখতে গিয়ে পড়েও যায় জমিতে।

এদিকে শুধু মদ্যপান নয়, সঙ্গে ফেলে যাওয়া স্ন্যাকসের প্যাকেট ছিঁড়ে ফেলে সে। তারপর তা টুকটাক মুখে পুরতে থাকে। যাকে বলে চাট সহযোগে মদ্যপান।

বেশ তারিয়েই এই মৌতাত উপভোগ করে বাঁদরটি। যে ছবি ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়েছে। স্থানীয়রাই সংবাদমাধ্যমকে বিষয়টি জানান।

বাঁদরের এই জমিয়ে মদ্যপানের ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের শিবপুরী এলাকায়। এর আগে উত্তরপ্রদেশের রায়বরেলির আঁচলগঞ্জে এক বাঁদর মদের দোকানে এসে হামলা চালিয়ে মদ কেড়ে নেয় বলে অভিযোগ সামনে এসেছে।

গ্রাহকরা মদ কিনলে তা সে কেড়েও নেয়। বিয়ারের ক্যান খুলে ঢেলে দেয় গলায়। বাঁদরটিকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বন দফতরের কাছে আবেদনও করেন ওই মদের দোকানের মালিক।

Share
Published by
News Desk
  • Recent Posts