National

হিমাচল প্রদেশে ধসের ফলে খাদে ২টি বাস, মৃত কমপক্ষে ৫০

Published by
News Desk

ভয়ংকর দুর্ঘটনার শিকার হল হিমাচল প্রদেশের সরকারি পরিবহণের ২টি বাস। রাজ্যের মান্ডি জেলার কোট্রুপি এলাকায় শনিবার মধ্যরাতে ধস নামে। প্রবল বৃষ্টির জেরে মাঝেমধ্যেই হিমাচলের পাহাড়ি এলাকায় ধস নামে। কাদাধসের কবলে পড়ে ২টি যাত্রী বোঝাই বাস। একটি চাম্বা থেকে মানালি যাচ্ছিল। অন্যটি মানালি থেকে জম্মুর খাতরায় যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, ২টি বাসই পাহাড়ি রাস্তায় গভীর খাদে গড়িয়ে যায়।

প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় গ্রামের বাসিন্দারা। তাঁদের কয়েকজনের দাবি, যেসব যাত্রী উদ্ধার হয়েছেন তাঁদের অনেকের অঙ্গহানি হয়েছিল। কারও হাত কাটা গেছে, কারও পা তো কারও মুণ্ড! পরে এনডিআরএফ উদ্ধারকাজে নামে। রাত ২টো থেকেই উদ্ধার কাজ চালু হয় বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন।

এদিন উদ্ধারকাজ খতিয়ে দেখতে কাট্রুপি গ্রামে হাজির হন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। প্রায় ২৫০ মিটার জুড়ে বাসের ধ্বংসাবশেষ পড়ে আছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার দিনভরই চলেছে উদ্ধারকাজ। এই দুর্ঘটনায় প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share
Published by
News Desk