National

যমজ ছাগলের প্রথম জন্মদিনে সব আশা মিটিয়ে নিলেন নিঃসন্তান দম্পতি

বেজে চলেছে ডিজে। আলোয় ভরে গেছে চারধার। যাকে বলে এলাহি আয়োজন। নিজেদের সব আশা আকাঙ্ক্ষা পূরণ করে নিলেন নিঃসন্তান দম্পতি।

Published by
News Desk

চারধার আলোয় আলোয় ভরে গেছে। বাজছে ডিজে। যার তালে তালে আনন্দে মাতোয়ারা নিমন্ত্রিতরা। এর মধ্যেই সাজিয়ে মালা পরিয়ে সকলের মাঝে নিয়ে আসা হয় যাদের প্রথম জন্মদিন তাদের। কোলে চেপেই হাজির হয় তারা।

বার্থ ডে বলে কথা! ফলে সুদৃশ্য কেক আনা হয়েছিল। তাদের প্রথম জন্মদিনে সেই কেক কাটাও হল। নিমন্ত্রিতরা সকলে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিলেন। তুলে দিলেন উপহার।

কম্বল থেকে শুরু করে আরও কত কি যে উপহার পেল লক্ষ্মী আর কুবের তা গুনে শেষ করা যায়না। যমজ ছাগলের এমন জন্মদিন এ গ্রামে এর আগে কেউ কখনও দেখেননি, ভাবেনওনি।

দাম্পত্য জীবনে সন্তান সুখ সকলেই চান। কিন্তু কিছু দাম্পত্য নিঃসন্তান অবস্থায় কেটে যায়। যার মর্ম যন্ত্রণা ওই দম্পতিই উপলব্ধি করতে পারেন। তাই অন্যভাবে তাঁদের মনের কোণে লুকিয়ে থাকা ইচ্ছাগুলোকে পূরণ করে নেওয়ার চেষ্টা করেন তাঁরা।

সন্তানদের জন্মদিন পালনের সেই সুপ্ত ইচ্ছাগুলোই সব পূরণ করে নিলেন রাজা এবং তাঁর স্ত্রী। তাঁদের বাড়িতে গতবছর জন্ম নিয়েছিল ২টি ছাগল ছানা। যাদের তাঁরা নাম রেখেছিলেন লক্ষ্মী আর কুবের। তাদেরই জন্মদিন পালন করলেন ওই নিঃসন্তান দম্পতি।

নিজেদের সন্তানের মতই সস্নেহে ২ ছাগল ছানাকে তাঁরা বড় করছেন। উত্তরপ্রদেশের বান্দার কাশীরাম কলোনির প্রায় সকলেই ছিলেন এই জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রিত। এলাহি খাওয়াদাওয়ার আয়োজন বেশ জমিয়ে উপভোগ করেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk