National

রাজ্যসভার দলনেতার পদ থেকে পদচ্যুত শরদ যাদব

Published by
News Desk

গত শুক্রবার সাফ জানিয়েছিলেন হয় শরদ যাদব জেডিইউ-বিজেপি সম্পর্ক মেনে নিন, অথবা দল থেকে বেরিয়ে যান। তার কোনও উত্তর দেননি শরদ যাদব। শনিবার তাই আরও একধাপ এগিয়ে শরদ যাদবকে দলের রাজ্যসভার দলনেতার পদ থেকে পদচ্যুত করলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। নীতীশের এই সিদ্ধান্তকে শাস্তি হিসাবেই দেখছে রাজনৈতিক মহল।

বিজেপির সঙ্গে হাত মেলানোর পর থেকে প্রকাশ্যেই নীতীশ কুমারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিলেন শরদ। এদিনের ঘটনার পর শরদ যাদব আর দলে থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। কারণ নীতীশ কুমার পরিস্কার বুঝিয়ে দিচ্ছেন শরদ যাদব যেন দল থেকে বেরিয়ে যান। ফলে এরপরও শরদের দলে থাকা তাঁরজন্য অপমানজনক বলেই মনে করছেন অনেকে।

Share
Published by
News Desk