National

স্ত্রীর মার থেকে রক্ষা করুন, প্রধানমন্ত্রীর কাছে কাতর প্রার্থনা স্বামীর

স্ত্রীর হাত থেকে রক্ষা পেতে তিনি কাতর আবেদন জানালেন একদম প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর দফতরে তথাকথিত নিগৃহীত স্বামীর সেই আবেদন এসে পৌঁছেছে।

Published by
News Desk

তাঁর স্ত্রী তাঁকে পেটান। নিয়ম করে রোজ মার খেতে হয় তাঁকে। এমনকি ধারাল অস্ত্র নিয়েও তাড়া করেন। স্ত্রীর এই অত্যাচার তিনি সহ্য করতে পারছেন না। তাঁকে যেন রক্ষা করা হয়।

এই মর্মে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলেন এক ব্যক্তি। তিনি ক্ষোভের সঙ্গে এটাও জানতে চেয়েছেন যে এটাই কি প্রধানমন্ত্রীর বলা নারী শক্তি উদাহরণ! তিনি কি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন না!

সোশ্যাল মিডিয়া মারফত তিনি প্রধানমন্ত্রীর দফতরে তাঁর কাতর আবেদন পেশ করেছেন। প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো আবেদনই তিনি ট্যাগ করে দিয়েছেন বেঙ্গালুরু শহরের পুলিশ কমিশনার ও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর ট্যুইটার হ্যান্ডলে।

তাঁর একটাই আবেদন, যে করেই হোক তাঁকে স্ত্রীর অত্যাচার থেকে যেন রক্ষা করা হয়। তাঁর জীবন সংশয় রয়েছে বলেও দাবি করেছেন বেঙ্গালুরুর বাসিন্দা যদুনন্দন আচার্য।

তিনি আবেদনে এটাও ক্ষোভের সঙ্গে লিখেছেন কেউ কি তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসবেন? হয়তো না। কারণ তিনি একজন পুরুষ! তিনি হয়তো স্ত্রীর বিরুদ্ধে সাংসারিক অত্যাচারের অভিযোগও দায়ের করতে পারবেন না।

ওই ব্যক্তিকে অবশ্য হতাশ করেননি বেঙ্গালুরুর পুলিশ কমিশনার। তিনি যদুনন্দনকে পরামর্শ দিয়েছেন, তিনি যেন থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। সেক্ষেত্রে যে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখবে তা কমিশনারের বক্তব্য থেকে স্পষ্ট। নিগৃহীত পতি হিসাবে তিনি সমাজদের অনেকের কাছ থেকেও সমর্থন পেয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk