National

মাথায় আগুন জ্বালিয়ে চুল কাটাতে গিয়ে পুড়ল মুখ

মাথায় আগুন জ্বালিয়ে চুল কাটার নতুন ধরনে মেতে এবার এক যুবকও মাথায় আগুন লাগালেন সেলুনে বসে। তারপরটা কার্যত তাঁর কাছে দুঃস্বপ্ন।

Published by
News Desk

ফায়ার হেয়ার কাট, এখন ভারতের তরুণ প্রজন্মের কাছে বেশ ট্রেন্ডি একটা বিষয়। কিন্তু তা যে আদৌ সুরক্ষিত একটি চুল কাটার ধরন নয় তা একটি উদাহরণ পরিস্কার করে দিল।

এক যুবক তাঁর বন্ধুকে নিয়ে হাজির হয়েছিলেন স্থানীয় বান্টি সেলুনে। সেখানে কেশশিল্পী তাঁর চুল কাটা শুরু করার পর ওই যুবক তাঁকে জানান ফায়ার হেয়ারকাট চাইছেন তিনি। কেশশিল্পী তাতে রাজি হয়ে যান।

তিনি যুবকের মুখ তোয়ালে দিয়ে ঢেকে মাথার চুলে রাসায়নিক দিয়ে দেন। তারপর দেশলাই কাঠি জ্বালিয়ে রাসায়নিকে ভরপুর চুলে দিতেই তা দপ করে জ্বলে ওঠে।

চুলে আগুনটা লাগার পর যে পদ্ধতিতে চুল কাটা হয় এবং আগুন নিভে যায় সেই পদ্ধতি এদিন কাজে লাগেনি। ফলে কেশশিল্পীর আপ্রাণ চেষ্টা সত্ত্বেও আগুন ছড়াতে থাকে। সামান্য সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে মুখে, ঘাড়ে, বুকের কাছে।

যুবক ছটফটিয়ে চেয়ার ছেড়ে লাফিয়ে আগুনে পোড়ার জ্বলনে ছটফট করতে থাকেন। মুখ ঢাকা তোয়ালেও ছুঁড়ে ফেলে দেন তিনি। আশপাশে থাকা মানুষজনও আগুন নেভাতে চেষ্টা করেন।

গুজরাটের সুরাটে এই ঘটনাটি ঘটেছে। আরিফ নামে ওই যুবককে মুখ, বুক এবং ঘাড়ে পোড়া অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই সেলুনের কেশশিল্পী সহ দোকানে তখন যে যে উপস্থিত ছিলেন সকলকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk