National

১০ টাকার কয়েনে স্বপ্নপূরণ, ২ চাকায় বাড়ি ফিরলেন যুবক

১০ টাকার কয়েনে অবশেষে তাঁর স্বপ্নপূরণ হল। এই স্বপ্ন যে তিনি অনেকদিন ধরে পুষে রেখেছিলেন তা তাঁর ১০ টাকার কয়েন দেখেই সকলের কাছে পরিস্কার হয়ে গেছে।

Published by
News Desk

মানুষের তো কতই স্বপ্ন মনের কোণায় সযত্নে লুকোনো থাকে। কারও পূরণ হয়, কারও হয়না। তবে এই যুবকের হল। অনেক দিন ধরেই তাঁর একটি স্কুটার কেনার শখ। কিন্তু অর্থবল না থাকায় সেটা হয়ে উঠছিল না। অবশেষে তিনি পারলেন। তবে একটু নজরকাড়া উপায়ে।

তিনি বাড়ির কাছের একটি স্কুটার প্রস্তুতকারক সংস্থার শো রুমে হাজির হন। সেখানে একটি স্কুটার পছন্দ করার পর টাকা দেওয়ার সময় হাতে থাকা ভারী ব্যাগটা তুলে দেন শো রুমের ক্যাশিয়ারের হাতে। জানিয়ে দেন ওই ব্যাগে ১০ টাকার কয়েন রয়েছে ৫ হাজারটি। ওই কয়েন যেন গুনে নেওয়া হয়।

৫ হাজার কয়েন গুনতে হবে একটা স্কুটার বেচতে! শো রুমের সকলেই অবাক হয়ে যান। তবে না করেননি। শুরু হয় কয়েন গোনা। আর এক পাশে স্থির হয়ে দাঁড়িয়ে তা দেখতে থাকেন উত্তরাখণ্ডের রুদ্রপুরের বাসিন্দা ওই যুবক।

অবশেষে সারি করে কয়েন রেখে তা গুনে নিশ্চিত হয় শো রুম। সব মিলিয়ে ৫ হাজার ১০ টাকার কয়েনই রয়েছে। এরপর যাবতীয় কাগজপত্রের কাজ সেরে ওই যুবকের হাতে তুলে দেওয়া হয় স্কুটারের চাবি।

অবশ্য যে স্কুটারটি ওই যুবক কেনেন তার দাম ৮৫ হাজার টাকার ওপর। বাকি টাকা তিনি কীভাবে মেটাবেন তা জানা যায়নি। প্রসঙ্গত এর আগে এক যুবক তামিলনাড়ুতেও একটি বাইক এভাবে বহুদিন ধরে জমানো কয়েনে কিনে খবরে জায়গা করে নেন।

Share
Published by
News Desk