National

হাসপাতালে অমিল অক্সিজেন, ৪৮ ঘণ্টায় মৃত ৩০

Published by
News Desk

উত্তরপ্রদেশের গোরক্ষপুর। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পুরনো লোকসভা কেন্দ্র। সেই গোরক্ষপুরের সবচেয়ে বড় হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় মৃত্যু হল ৩০ জনের। যার একটা বড় অংশ শিশু। অক্সিজেনের অভাবকেই মৃত্যুর কারণ হিসাবে দেখাচ্ছে প্রশাসন।

অক্সিজেনের বিল মেটানো নিয়ে বাবা রাঘব দাস মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ও তরল অক্সিজেন যোগান সংস্থার মধ্যে গণ্ডগোল। অভিযোগ, সংস্থার ৬৭ লক্ষ টাকার বিল আটকে রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে সংস্থা বন্ধ করে দেয় অক্সিজেন সিলিন্ডার দেওয়া। অক্সিজেনের অভাবে মৃতদের মধ্যে নিওনাটাল বিভাগের শিশু ও এনসেফালাইটিস বিভাগের রোগীরা রয়েছেন। মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে জেলা প্রশাসন।

Share
Published by
News Desk