National

গরু খোঁজা খুঁজে মিলল পাত্রী, বিয়েতে প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করছেন আড়াই ফুটের মানুষটি

গরু খোঁজার মত নিজের পাত্রী খুঁজে বেরিয়েছেন তিনি। অবশেষে তাঁর স্বপ্ন পূরণ হল। মিলল পাত্রী। এখন বিয়ের আনন্দে কার্যত বিভোর হয়ে আছেন আড়াই ফুটের মানুষটি।

Published by
News Desk

বিয়ে করার প্রবল ইচ্ছেটা চেপে রাখেননি তিনি। বরং জনে জনে ধরে একটা পাত্রী খুঁজে দিতে বলেছিলেন। নিজের বিয়ের পুরো উদ্যোগটা নিজেই নিয়েছিলেন। এমনকি আত্মীয় পরিজন থেকে পাড়া প্রতিবেশি, চেনাশোনা সকলকে বলেও কাজ না হওয়ায় পুলিশের কাছে গিয়েও আবদার করেন পাত্রী খুঁজে দেওয়ার জন্য। সংবাদমাধ্যমেরও দ্বারস্থ হন যাতে তারা অন্তত একটা পাত্রীর খোঁজ করে দেয়।

বিয়ে করার এমনই অদম্য ইচ্ছা বুকে করে তিনি মাসের পর মাস ঘুরেছেন। কিন্তু পাত্রী জোটেনি। পাত্রী হয়তো পেয়েই যেতেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তাঁর উচ্চতা।

আড়াই ফুটের উচ্চতার এক মানুষকে কোনও পাত্রীই বিয়ে করতে চাইছিলেন না। বলা ভাল কথা এগোনোর আগে দেখেই পত্রপাঠ নাকচ হয়ে যাচ্ছিলেন পাত্র।

কথায় বলে মন থেকে কিছু চাইলে আর তা পাওয়ার চেষ্টায় ত্রুটি না থাকলে তা অবশ্যই একদিন না একদিন পাওয়া যায়। উত্তরপ্রদেশের শামলির বাসিন্দা ২৭ বছর বয়সের আড়াই ফুটের মানুষ আজিম মনসুরির ক্ষেত্রেও সেটাই হল। তাঁর পাত্রী তিনি পেলেন।

পাত্রী বুসরার উচ্চতা তাঁর চেয়ে সামান্য কম। পাত্রী ২ ফুটের। তাই পাশাপাশি মানাবেও সুন্দর। বিয়ে আগামী ৭ নভেম্বর স্থির হয়েছে।

এখন তাই বিয়ের প্রস্তুতি নিয়ে আজিমের দম ফেলার সময় নেই। তিনি স্থির করেছেন বিয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও নিমন্ত্রণ জানাবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk