National

ব্যাট হাতে রোহিত শর্মার ভক্তের ওপর ঝাঁপিয়ে পড়ল বিরাট কোহলির ভক্ত

এ দেশে ক্রিকেট নিয়ে যে উন্মাদনা তা প্রশ্নাতীত। সেই ক্রিকেটকে কেন্দ্র করে ২ ক্রিকেটারের ফ্যানেরা যে এ পর্যায়ে যেতে পারেন তা অকল্পনীয়।

Published by
News Desk

ভারতীয় ক্রিকেটের ২ মহারথী বিরাট কোহলি ও রোহিত শর্মা। এই ২ ক্রিকেটারেই প্রচুর ভক্ত ছড়িয়ে আছে দেশজুড়ে। এমনিতে এক বিরাট কোহলির অন্ধ ভক্ত ও এক রোহিত শর্মার অন্ধ ভক্ত, ২ জনই একে অপরের বন্ধু। তারা ২ জন সেদিন রাতে বসেছিল মদ্যপানে।

২ বন্ধু মদ্যপান করতে করতে নানা বিষয়ে গল্প করছিল। এভাবেই আলোচনায় এসে পড়ে ক্রিকেট। আর ক্রিকেট মানে একজনের কাছে ২২ গজের ঈশ্বর বিরাট, অন্যজনের কাছে রোহিত। এটা ওটা কথার পরই ২ জনের ঝগড়া শুরু হয়ে যায়।

এই সময় রোহিত শর্মার অন্ধ ভক্ত ভিগনেশ বিরাট কোহলিকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে। আইপিএল-এ বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিয়েও হাসাহাসি করে সে। যা মেনে নিতে পারছিলনা বিরাট কোহলির অন্ধ ভক্ত ধর্মরাজ।

প্রবল কথা কাটাকাটির মধ্যে এক সময় বিরাটকে নিয়ে নানা অঙ্গভঙ্গি শুরু করে ভিগনেশ। আর সহ্য করতে পারেনি ধর্মরাজ। সামনে থাকা মদের বোতল তুলে আঘাত করে ধর্মরাজ।

আহত ভিগনেশকে এরপর ক্রিকেটের ব্যাট দিয়ে মারতে শুরু করে সে। যাতে ভিগনেশ এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর আরিয়ালুর জেলার মালুর নামক স্থানে।

গত ১১ অক্টোবর ঘটা ঘটনায় পুলিশ অভিযুক্ত ধর্মরাজকে গ্রেফতার করেছে। ক্রিকেটারের প্রতি অন্ধ ভক্তি থাকতেই পারে, কিন্তু তা যে এমন পর্যায়ে পৌঁছতে পারে তা এখনও বিশ্বাস করতে পারছেন না অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk