National

নীল কুকুর দেখেছেন কখনও? চলে যান নবি মুম্বই

Published by
News Desk

কুকুরের গায়ে নানা রঙ দেখেছেন। কিন্তু কখনও নীল রঙের কুকুর দেখেছেন? কিছুদিন আগে এর উত্তরে শুধু না বলাই নয়, হেসে উড়িয়ে লোকজন পাগল ঠাওরাতে পারতেন। কিন্তু এখন আর তা সম্ভব নয়। নবি মুম্বইয়ের রাস্তায় দেখা মিলেছে এসব নীল কুকুরের। পুরো দেহটাই নীল রঙে ঢাকা। যেন কেউ হোলি খেলেছে। তবে জন্ম থেকেই এদের রং নীল নয়। কিছুদিন আগেও গায়ে অন্য রঙ নিয়ে রাস্তায় ঘুরে বেড়াত এরা। চোখে পড়ে পশু সংরক্ষণ সেলের সদস্যদের। এর রহস্য খুঁজতে শুরু করেন তাঁরা।

তাঁদের দাবি, নবি মুম্বইয়ের গা ঘেঁষে বয়ে চলা কাসাদি নদীই এর কারণ। কিন্তু একটা নদী কীভাবে কারণ হতে পারে? তাঁদের দাবি, যে অংশে এমন নীল কুকুরের দেখা মিলেছে সেখানে এক হাজারের ওপর ওষুধ তৈরি, ফুড প্রসেসিং ও ইঞ্জিনিয়ারিং কারখানা রয়েছে। যার সব বর্জ্য গিয়ে পড়ছে কাসাদি নদীর জলে। যা থেকে দূষণ ছড়াচ্ছে। নদীর জল রাসায়নিকে ভর্তি হয়ে যাচ্ছে।

এদিকে এলাকার কুকুররা এই নদীর ধারে ফেলা জঞ্জালের মধ্যে থেকে খাবার খুঁজতে অনেক সময়েই নদীর জলে নামে। তখনই নদীর জলে মিশে থাকা রাসায়নিক তাদের লোমে লেগে তাদের গায়ের রঙকে নীল করে দিচ্ছে। এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই পুরসভার দ্বারস্থ হয়েছে পশু সংরক্ষণ সেল। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুরসভা। এভাবে জলে রাসায়নিকের পরিমাণ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাওয়া আশপাশে বসবাসকারী মানুষের জন্যও ভয়ংকর বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

Share
Published by
News Desk