National

তাঁর ডেথ সার্টিফিকেট হারিয়ে গেছে, খবরের কাগজে বিজ্ঞাপন দিলেন এক ব্যক্তি

তিনি নাকি তাঁর ডেথ সার্টিফিকেটটা হারিয়ে ফেলেছেন! এমনই দাবি করে সেটি খুঁজে পেতে একটি বিজ্ঞাপনও খবরের কাগজে দিয়ে দিলেন এক ব্যক্তি।

Published by
News Desk

তিনি তাঁর ডেথ সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন। লামডিং বাজার থেকে হারিয়েছে জিনিসটা। সকাল ১০টার আশপাশে জিনিসটা খোয়া যায়। ডেথ সার্টিফিকেটের সিরিয়াল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরও দিয়েছেন তিনি। সঙ্গে নিজের নামধাম।

এই মর্মে একটি বিজ্ঞাপন খবরের কাগজে দিলেন এক ব্যক্তি। যা দেখার পর থেকে মানুষের ব্যঙ্গবিদ্রূপ আর থামছে না। আর এই হাসিঠাট্টার মধ্যে খুব অন্যায়ও হয়তো কিছু নেই বলেই মনে করছেন অনেকে।

কারণ একমাত্র ডেথ সার্টিফিকেটই এমন একটি কাগজ যা যাঁর নামে হয় তা তিনি দেখে যাওয়ার সুযোগ পান না। হাতে পান বাকিরা। কারণ মৃত্যুর পরই কারও নামে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়। তিনি জীবিত থাকলে নয়।

এই ব্যক্তি কীভাবে জীবিত অবস্থায় তাঁর ডেথ সার্টিফিকেট পেলেন এবং তা আবার হারিয়েও ফেললেন সেটাই এখন সকলকে অবাক করছে। অনেকের মতে, ওই ব্যক্তিই প্রথম যিনি নিজের ডেথ সার্টিফিকেট সঙ্গে নিয়ে ঘুরছিলেন।

এই চমকপ্রদ বিজ্ঞাপনটি শেয়ার করেছেন রুপিন শর্মা নামে এক আইপিএস আধিকারিক। যিনি ট্যুইটারে এই বিজ্ঞাপনটি শেয়ার করার পরই তা হুহু করে ছড়িয়ে পড়ে। মজার মজার বক্তব্য রাখতে থাকেন নেটিজেনরা।

এটা সম্ভবত একটা ছাপার ভুল বলেই মনে করা হচ্ছে। হারানো প্রাপ্তির বিজ্ঞাপনে দেওয়া বিজ্ঞাপনটি নিয়ে কিন্তু হাসি ঠাট্টা অব্যাহত রয়েছে। অসমের হোজাই জেলার বাসিন্দা ওই ব্যক্তিকে এখনও কটাক্ষ করা থামছে না।

Share
Published by
News Desk