স্কুল ব্যাগ থেকে বার হল সাপ, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @Karan4BJP
সকালে স্কুল শুরুর একটু আগেই ওই দশম শ্রেণির ছাত্রী স্কুলে পৌঁছে গিয়েছিল। পিঠে ব্যাগ নিয়েই স্কুলে আসে সে। স্কুলে ঢুকে সে ব্যাগ খুলতে চাইছিল না।
শিক্ষক ক্লাসে আসতে সে জানায় স্কুলে আসার সময় পিঠ ব্যাগের মধ্যে কিছু একটা নড়ছে বলে তার মনে হয়েছে। ফলে ব্যাগ খোলার সাহস পাচ্ছিল না ওই ছাত্রী। কিন্তু ক্লাস করতে বইখাতা তো ব্যাগ থেকেই বার করতে হবে।
শিক্ষক তার কাছ থেকে ব্যাগটি নিয়ে নেন। তারপর চেন খুলে দেখার চেষ্টা করেন তার ভিতর কি এমন আছে যে ছাত্রী এত ভয় পাচ্ছে। ব্যাগের চেন খুলে উঁকি দিয়েই অবশ্য ভয়ে দ্রুত চেন বন্ধ করে দেন শিক্ষক।
বিষয়টি নিয়ে খবর যায় স্কুল কর্তৃপক্ষের কাছে। এরপর স্কুলের বাইরে নিয়ে আসা হয় ব্যাগটিকে। এরপর একজন ব্যাগের চেন খুলে একটি রড দিয়ে ব্যাগের মধ্যে খোঁচানোর চেষ্টা করেন।
তাতেও কাজ না হওয়ায় আশপাশের লোকজনের পরামর্শে তিনি ব্যাগটি উল্টে দেন। ছড়িয়ে পড়ে বইখাতা। তারপরও কিছু না বার হলে ব্যাগটি ঝাঁকান তিনি। এবার কাজ হয়।
ব্যাগ থেকে ছিটকে মেঝেতে পড়ে একটি কেউটে সাপ। যা দেখে রীতিমত আঁতকে ওঠেন সকলে। সাপটি বেরিয়েই পাশের একটি ঝোপে ঢুকে পড়ে।
তারপর তাকে আর দেখা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি শেয়ার করেছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাজাপুরের বাদোনি স্কুলে।